Advertisement
Advertisement

Breaking News

Asia Cup

দুর্বল বোলিং বিভাগ, খারাপ অধিনায়কত্ব! এশিয়া কাপে হারের পর রোহিতদের বিঁধছেন প্রাক্তনরা

শেষ ওভারে অর্শদীপের কথায় পাত্তাই দিলেন না রোহিত, ভাইরাল ভিডিও দেখে সমালোচনা সমর্থকদের।

Asia Cup: Former cricketers puts finger on Rohit Sharma's team India | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 7, 2022 6:20 pm
  • Updated:September 7, 2022 6:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি হার সবকিছু বদলে দিয়েছে। কিছুদিন আগেই যে দলটা টানা ম্যাচ জিতে রেকর্ড গড়ল, যে অধিনায়ক এখনও দ্বিপাক্ষিক সিরিজ না হারার রেকর্ড গড়ে বসে আছেন, সেই দল এবং অধিনায়কই এখন সমর্থকদের কাঠগড়ায়। শুধু সমর্থকরা কেন? প্রাক্তনরাও একের পর এক প্রশ্নবাণে বিঁধছেন টিম ইন্ডিয়াকে (Team India)। শুধু ভারতের নয়, পাকিস্তানের প্রাক্তনরাও সুযোগ পেয়ে খোঁচা দিতে ছাড়ছেন না রোহিত শর্মাদের।

শোয়েব আখতার (Shoaib Akhtar) যেমন বলে দিচ্ছেন, রোহিতকে নেতৃত্বের ধার আরও বাড়াতে হবে। রোহিতকে (Rohit Sharma) মাঠে দ্বিধাগ্রস্ত দেখাচ্ছে। মাঝে মাঝে হতাশায় চিৎকার করছে। প্রতি ম্যাচেই প্রথম একাদশে পরিবর্তন করছে। এমন করলে ড্রেসিং রুমে অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু কিছু জিনিস দ্রুত শিখতে হবে। এর মধ্যে একটা হল, সেরা একাদশ বেছে নেওয়া। প্রাক্তন পাক তারকা সাফ বলে দিচ্ছেন,”ভারতের বোলিংয়ে আরও উন্নতি দরকার। প্রথম একাদশে সেরা পাঁচ জন বোলারকে খেলানো উচিত।”

Advertisement

[আরও পড়ুন: ফের রাহুলই কংগ্রেস সভাপতি? নেতাকে পদে ফেরাতে কৌশল গান্ধী-ঘনিষ্ঠদের]

টিম ইন্ডিয়ার দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন এদেশের প্রাক্তনরাও। হরভজন সিং যেমন প্রশ্ন তুলছেন,”উমরান মালিক (Umran Malik) কোথায় (১৫০ কিলোমিটার গতি)? কেন দীপক চাহার নেই? কেন এঁদের সুযোগ দেওয়া হবে না? কেনই বা দীনেশ কার্তিক নিয়মিত সুযোগ পাবেন না? সবটাই হতাশাজনক।” সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বলছেন,”বারবার দলে পরিবর্তন করেই সমস্যায় পড়ছে ভারত। দীর্ঘদিন ধরে ক্রিকেটাররা একসঙ্গে খেললে একটা আলাদা বোঝাপড়া তৈরি হয়, সেটা হচ্ছে না।” গাভাসকরের অবশ্য বক্তব্য, এখনই বিশ্বকাপ (T-20 World Cup) নিয়ে হতাশার কোনও কারণ নেই। তবে টিম ম্যানেজমেন্টের উচিত অস্ট্রেলিয়ায় যে দল যাবে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই দলই খেলানো হোক।

[আরও পড়ুন: চার অর্থবর্ষে রাজ্যের দেনা কমেছে ৩ শতাংশ! ঋণের বোঝা কমিয়ে ভারতসেরা বাংলা]

শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে ভারতের সংসারে রীতিমতো অশান্তি চলছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আবার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। একটিতে দেখা যাচ্ছে অর্শদীপ সিং শেষ ওভারের পঞ্চম বলে অধিনায়ক রোহিতকে কিছু একটা বলার চেষ্টা করছিলেন। কিন্তু রোহিত তাঁকে পাত্তাই দিলেন না। সেই ভিডিও শেয়ার করে সমর্থকরা রোহিতের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement