Advertisement
Advertisement
Asia Cup

এক ওভারে ৪ রানে ৪ উইকেট! এশিয়া কাপ ফাইনালে নয়া রেকর্ড ‘বিধ্বংসী’ সিরাজের

তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার।

Asia Cup Final IND vs SL: Mohammed Siraj picks 4 wickets in an over | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 17, 2023 5:25 pm
  • Updated:September 18, 2023 12:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: W 0 W W 4 W। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এশিয়া কাপের ফাইনালে এমনই বিধ্বংসী রূপে ধরা দিলেন মহম্মদ সিরাজ। এক ওভারে চার রান দিয়ে চারটি উইকেট তুলে নেন ভারতীয় পেসার। তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার।

রবিবাসরীয় কলম্বোয় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দাসুর শনাকা। কিন্তু ভারতীয় পেস ঝড়ে একেবারে দুরমুশ হয়ে গেল হোম ফেভারিটরা। একাই ছটি উইকেট তুলে নেন তিনি। যার মধ্যে চারটি উইকেটই নেন এক ওভারে। আর সেই সৌজন্যেই চতুর্থ ভারতীয় হিসেবে দ্রুততম ৫০ উইকেটের মালিক হয়ে যান তিনি। পাশাপাশি প্রথম ভারতীয় হিসেবে এক ওভারে চারটে উইকেট পাওয়ার রেকর্ডও গড়ে ফেললেন তিনি। সাত ওভারে ২১ রানে ৬ উইকেট তাঁর ঝুলিতে।

Advertisement

[আরও পড়ুন: ‘সমর্থনযোগ্য নয়’, ভারতীয় ছাত্রীর মৃত্যু নিয়ে ঠাট্টার ঘটনায় ক্ষমা চাইলেন মার্কিন মেয়র]

ম্যাচের শুরুতেই জশপ্রীত বুমরাহ ওপেনার সুশল পেরেরাকে প্যাভিলিয়নে ফেরান। এরপরই ম্যাচের চতুর্থ ওভারে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। পথুম নিশাঙ্কা, সাদিরা, আসালাঙ্কা এবং ধনঞ্জয় ডি সিলভার উইকেট তুলে নেন। এরপর দাসুন শনাকার উইকেটটি নিয়েই শ্রীলঙ্কান কিংবদন্তি চামুন্ডা ভাসের রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন সিরাজ।

এদিন নিজের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে সিরাজ বলেন, “মনে হচ্ছে স্বপ্ন সত্যি হল। গতবারও ত্রিবান্দ্রমে শ্রীলঙ্কার বিরুদ্ধে একই রকম পারফর্ম করেছিলাম। দ্রুত চারটে উইকেট তুলে নিয়েছিলাম। যদিও পঞ্চমটা পাইনি। বুঝেছিলাম, ভাগ্যে যা লেখা থাকবে, তাই হবে। আর অবশ্য সেভাবে চেষ্টা করিনি। সাদা বলের ক্রিকেটে সবসময়ই বল সুইং করানোর চেষ্টা করি। গত ম্যাচে যেটা হয়নি। আজ হয়েছে। আউটসুইং করেই বেশি উইকেট পেয়েছি।” এহেন পারফরম্যান্সের পর সিরাজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন পাক তারকা শোয়েব আখতারও।

[আরও পড়ুন: ১০ জনের ডায়মন্ড হারবারের কাছে হেরেও কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement