Advertisement
Advertisement

Breaking News

Asia Cup 2025

পরের বছর এশিয়া কাপ, আয়োজন করবে কোন দেশ?

২০২৫ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটের।

Asia Cup 2025: India will host the men’s Asia Cup in the T20 format next year

২০২৩ সালের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 29, 2024 4:37 pm
  • Updated:July 29, 2024 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজন করবে ভারত। টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এই টুর্নামেন্ট। তার পরের বছর অর্থাৎ ২০২৬ সালে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের মাটিতে বল গড়াবে বিশ্বকাপের। সেই কারণে ২০২৫ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটের। ম্যাচের আয়োজক ভারত হলেও ভেন্যু এখনও জানানো হয়নি।
এর আগে ২০২৩ সালের এশিয়া কাপ যুগ্মভাবে আয়োজন করেছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। সেটা অবশ্য হয়েছিল পঞ্চাশ ওভারের ফরম্যাট। পাক মুলুকে ভারত খেলতে যেতে না চাওয়ার ফলে শ্রীলঙ্কার মাটিতে হয়েছিল ভারতের ম্যাচগুলো। পাকিস্তানে অপেক্ষাকৃত কম ম্যাচ হয়। যা নিয়ে উষ্মা প্রকাশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

[আরও পড়ুন: বদলের সিন্ধুতে আস্থা প্রকাশ পাড়ুকোনের]

২০২৭ সালের এশিয়া কাপ আবার ওয়ানডে ফরম্যাটে ফিরবে। বাংলাদেশের মাটিতে হবে এশিয়া কাপ। প্রতিযোগিতায় অংশ নেবে ছটি দল। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের পাশাপাশি ষষ্ঠ দল নির্বাচিত হবে যোগ্যতা পর্বের মাধ্যমে। তবে ২০২৫ সালের এশিয়া কাপ খেলতে কি ভারতে আসবে পাকিস্তান, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। কারণ পরের বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পাকিস্তানে গিয়ে খেলতে চায় না বলেই খবর। তবে হাতে এখনও সময় রয়েছে। পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।  
মহিলাদের এশিয়া কাপও টি-টোয়েন্টি ফরম্যাটেই হবে। ২০২৬ সালে হবে সেই টুর্নামেন্ট। এবারের এশিয়া কাপ ডাম্বুলায় শেষ হয়েছে। শ্রীলঙ্কা প্রথম বার এশিয়াসেরা হয়।

Advertisement

[আরও পড়ুন: ডুরান্ড অভিযানে ইস্টবেঙ্গলের সামনে এয়ারফোর্স, সমর্থকদের স্বপ্নপূরণ করাই লক্ষ্য কুয়াদ্রাতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement