Advertisement
Advertisement

Breaking News

Asia Cup 2023 Shoaib Akhtar

‘একটা ম্যাচে হার দেখে উড়িয়ে দেবেন না পাকিস্তানকে’, ঘুরিয়ে ভারতকে বার্তা শোয়েবের

সুপার ফোরের ম্যাচে দাপট দেখিয়ে পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া।

Asia Cup 2023: Shoaib Akhtar opens up on Pakistan's defeat against India । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 12, 2023 2:15 pm
  • Updated:September 12, 2023 2:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাধান্য রেখে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে (Pakistan) হারিয়েছে ভারত (India)। টিম ইন্ডিয়ার কাছে বড় ব্যবধানে হারের পরে শোয়েব আখতার (Shoaib Akhtar) বলছেন, ”একটা ম্যাচে হারের জন্য পাকিস্তানকে উড়িয়ে দেওয়া ঠিক হবে না।” ঘুরিয়ে তিনি নিন্দুকদের সতর্ক করলেন। অনেকেই মনে করছেন ভারতকেই ঘুরিয়ে সতর্ক করলেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’। 

পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি ও কেএল রাহুল। ৩৫৬ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। জবাব দিতে নেমে পাকিস্তান শেষ হয়ে যায় ১২৮ রানে।

Advertisement

[আরও পড়ুন: ফুটবল প্রতিযোগিতা খেলতে গিয়ে সন্ত্রাসবাদীদের হাতে কিডন্যাপ ছয় পাকিস্তানি ফুটবলার]

 

‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ বলছেন, ”দুর্দান্ত এই পারফরম্যান্সের জন্য ভারতকে অভিনন্দন। ব্যাটিং ও বোলিংয়ে দক্ষতা দেখিয়েছে ভারত। ম্যাচে প্রাধান্য বজায় রাখার জন্য সবকিছুই করেছে। ভারতের বোলিং বিভাগ নিরলস মনোভাব দেখিয়েছে, ধারাবাহিক ভাবে উইকেট তুলেছে এবং প্রতিপক্ষকে দ্রুত আউট করেছে। একজন ফাস্ট বোলার হিসেবে আমি অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলেই মনে করছি। জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ দুর্দান্ত স্পেল করেছে। কুলদীপের বোলিংও ভাল হয়েছে।”

 

সব মিলিয়ে ভারতীয় দলের পারফরম্যান্সে খুশি শোয়েব আখতার। রোহিত-বিরাটদের প্রশংসা করার পাশাপাশি সমালোচকদের জন্য সতর্কতা জারি করেছেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’। একটা হার দিয়ে পাকিস্তানকে যেন বিচার করা না হয়। উড়িয়ে দেওয়া যেন না হয় বাবর আজমদের। 

[আরও পড়ুন: কোন পথে ভারতীয় ফুটবল, জ্যোতিষীর পরামর্শে দল গড়েন স্টিমাচ! প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub