সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাধান্য রেখে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে (Pakistan) হারিয়েছে ভারত (India)। টিম ইন্ডিয়ার কাছে বড় ব্যবধানে হারের পরে শোয়েব আখতার (Shoaib Akhtar) বলছেন, ”একটা ম্যাচে হারের জন্য পাকিস্তানকে উড়িয়ে দেওয়া ঠিক হবে না।” ঘুরিয়ে তিনি নিন্দুকদের সতর্ক করলেন। অনেকেই মনে করছেন ভারতকেই ঘুরিয়ে সতর্ক করলেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’।
পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি ও কেএল রাহুল। ৩৫৬ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। জবাব দিতে নেমে পাকিস্তান শেষ হয়ে যায় ১২৮ রানে।
‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ বলছেন, ”দুর্দান্ত এই পারফরম্যান্সের জন্য ভারতকে অভিনন্দন। ব্যাটিং ও বোলিংয়ে দক্ষতা দেখিয়েছে ভারত। ম্যাচে প্রাধান্য বজায় রাখার জন্য সবকিছুই করেছে। ভারতের বোলিং বিভাগ নিরলস মনোভাব দেখিয়েছে, ধারাবাহিক ভাবে উইকেট তুলেছে এবং প্রতিপক্ষকে দ্রুত আউট করেছে। একজন ফাস্ট বোলার হিসেবে আমি অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলেই মনে করছি। জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ দুর্দান্ত স্পেল করেছে। কুলদীপের বোলিংও ভাল হয়েছে।”
Comprehensive victory for India. But Pakistan can bounce back and they will. India completely dominated this one. pic.twitter.com/hCGcntKoK6
— Shoaib Akhtar (@shoaib100mph) September 11, 2023
সব মিলিয়ে ভারতীয় দলের পারফরম্যান্সে খুশি শোয়েব আখতার। রোহিত-বিরাটদের প্রশংসা করার পাশাপাশি সমালোচকদের জন্য সতর্কতা জারি করেছেন ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’। একটা হার দিয়ে পাকিস্তানকে যেন বিচার করা না হয়। উড়িয়ে দেওয়া যেন না হয় বাবর আজমদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.