সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দল হিসেবে এশিয়া কাপে (Asia Cup 2023) নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি বাংলাদেশ। সরকারি ভাবে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে বাংলার বাঘেরা।
এশিয়া কাপে শুক্রবার নিয়মরক্ষার ম্যাচ রয়েছে ভারত ও বাংলাদেশের। তার আগে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan) জানান, বাংলাদেশকে ভালো কিছু করতে হলে সবাইকে দায়িত্ব নিতে হবে। সাংবাদিক বৈঠকে শাকিব বলেছেন, ”দেখুন, শুধু আমার একার উপর দায়িত্ব নেই। প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব রয়েছে। আমি নিশ্চিত, সবাই যদি একযোগে পারফর্ম করে তাহলে আমরা ভালো পারফরম্যান্স তুলে ধরতে পারব। সবাই নিজের নিজের দায়িত্ব পালন করেনি। এটা ওরাও জানে। সবাই চেষ্টা করছে।”
শাকিব চাইছেন দেশে ফেরার আগে ভারতের বিরুদ্ধে ম্যাচটা জিততে। যদি তা হয়, তাহলে সম্মানজনক ভাবে দেশে ফিরতে পারবেন তিনি। সান্ত্বনা জয় ছাড়া দ্বিতীয় কিছু আর ভাবছেন না শাকিব। তিনি বলেছেন, ”কিছু জিনিস রয়েছে যেগুলো থেকে আমরা লাভ করতে পারি। দেশে ফেরার আগে শেষ ম্যাচটা যদি জিততে পারি তাহলে ভালোই হবে। ম্যাচটা জেতা ছাড়া দ্বিতীয় কিছু আর ভাবছি না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.