সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হার মেনেছে পাকিস্তান। টিম ইন্ডিয়ার কাছে এমন হারের পরে পাক ক্রিকেটারদের কেউ গালমন্দ করেননি, কেউ ভর্ৎসনাও করেননি। ভারতের কাছে হারকে ‘উপহার’ বলছেন পাকিস্তানের হেড কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন (Grant Bradburn)।
ভারতীয় দলকে ধন্যবাদ জানাচ্ছেন পাক কোচ। ভারতের কাছে হারের পরে নিউ জিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার বলছেন, ”এই উপহারের জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। বিশ্বের অন্যতম সেরা প্লেয়ারদের বিরুদ্ধে খুব একটা খেলার সুযোগ আমরা পাই না। গত তিন মাসে আমরা একটা ম্যাচও হারিনি। ফলে সঠিক সময়ে এটাই আমাদের ওয়েক আপ কল। গত দু’ দিনে এটা আমাদের সেরা উপহার।”
ব্র্যাডবার্ন ভুল কিছু বলেননি। গত কয়েক মাসে পাকিস্তান ওয়ানডে ফরম্যাটে দারুণ ফর্মে রয়েছে। এশিয়া কাপের আগে পর্যন্ত একনম্বর দল ছিল পাকিস্তান। চলতি এশিয়া কাপে শুরুটাও বেশ ভাল করেছিল। নেপালকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করে পাকিস্তান। গ্রুপের ভারত-পাক ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। সেই ম্যাচে পাক বোলাররা ভারতীয় দলের পরীক্ষা নিয়েছিল। কিন্তু সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হার মানে পাকিস্তান। আর এই হার পাকিস্তানের ঘুম ভাঙাবে বলে মনে করছেন পাকিস্তানের কোচ ব্র্যাডবার্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.