সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ওভারে চার উইকেট। ৬ ওভারে মাত্র ২১ রান দিয়ে ঝুলিতে ছয় উইকেট। এশিয়া কাপের ফাইনালে আগুন ঝরালেন মহম্মদ সিরাজ। একাহাতেই গুঁড়িয়ে দিলেন লঙ্কা ব্যাটিং লাইন আপ। ভারতীয় পেসের দাপটেই দিশেহারা হয়ে পড়লেন পাথুম নিশঙ্কা-কুশল মেন্ডিসরা। মাত্র ৫০ রানেই শেষ হয়ে গেল শ্রীলঙ্কা ইনিংস। তবে কোনওমতে নিজেদের গড়া লজ্জার নজির এড়াতে পারলেন দাসুন শানাকারা।
আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর ৪৩। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই লজ্জার নজির গড়েছিলেন লঙ্কা ব্যাটাররা। তবে সর্বনিম্ন স্কোরের সেই রেকর্ড অক্ষতই রইল। কিন্তু ভারতের বিরুদ্ধে সবচেয়ে কম রানে ইনিংস শেষ করার নজির গড়ল শ্রীলঙ্কা। এর আগে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সবচেয়ে কম রান ছিল ৭৩। কিন্তু রবিবার এশিয়া কাপ ফাইনালে মাত্র ৫০ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা।
এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। তবে ম্যাচ শুরুর আগেই সামান্য বৃষ্টি হয়। তারপরই স্যাঁতসেতে আবহাওয়াকে কাজে লাগিয়ে দাপট দেখাতে শুরু করেন ভারতীয় পেসাররা। প্রথমেই লঙ্কা ব্যাটিংকে ধাক্কা দেন জশপ্রীত বুমরাহ। ইনিংসের দ্বিতীয় বলেই তাঁর শিকার হন ওপেনার কুশল পেরেরা। তারপরেই চতুর্থ ওভারে সিরাজ ধামাকা। এক ওভারে পরপর তুলে নেন নিশঙ্কা, সমরবিক্রমা, আসালঙ্কা ও দি সিলভার উইকেট। ওই এক ওভারেই ম্যাচ থেকে হারিয়ে যায় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস খানিকটা লড়াইয়ের চেষ্টা করলেও কোনও কাজে আসতে পারেননি। শেষ পর্যন্ত মাত্র ৫০ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.