Advertisement
Advertisement

Asia Cup 2023: এশিয়া কাপের সূচি থেকে শুরু করে ৬টি দল, টিভিতে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ ম্যাচ? জেনে নিন

এশিয়ার সেরা হওয়ার দৌড় শুরু।

Asia Cup 2023: Live streaming, performers details, timings - all you need to know। Sangbad Pratidin

এশিয়া কাপের সব আপডেট জেনে নিন।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 29, 2023 2:10 pm
  • Updated:August 29, 2023 2:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ৩০ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ ২০২৩ (Asia Cup 2023)। আগামী অক্টোবর থেকে শুরু হবে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। সেটা মাথায় রেখে এবার ৫০ ওভারের এশিয়া কাপ আয়োজন করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council)। পাকিস্তান (Pakistan) ও শ্রীলঙ্কা (Sri Lanka) দুই দেশে হাইব্রিড মডেলে হবে এশিয়া সেরা হওয়ার প্রতিযোগিতা। মেগা ইভেন্ট শুরু হওয়ার আগে দেখে নিন কেমন হল প্রতিযোগিতার ৬টি দল, কোন দেশ কোন গ্রুপে, টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি থেকে টিভিতে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ খেলা।

এশিয়া কাপের ৬টি সম্পূর্ণ দল:

Advertisement

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরঝ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম উল হক, সলমান আলি আগা, ইফতিখার আহমেদ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ হরিস, শাদাব খান, মহম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হ্যারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সাউদ শাকিল।

বাংলাদেশ: শাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও মহম্মদ নাইম।

শ্রীলঙ্কা: দাসুন শনাকা (অধিনায়ক), পথুম নিশাংকা, দ্বিমুথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চরিত আসলঙ্কা, সাদিরা সমরবিক্রমা, ধনঞ্জয় ডিসিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডুনিথ বেলালেজ, মহেশ থিকসানা, লাহিরু কুমারা, দুষ্মন্ত চামিরা, দিলশান মদুশংঙ্কা, মথিশা পাথিরানা।

আফগানিস্তান: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মহম্মদ নবী, রাশিদ খান, মুজিব উর রহমান, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, ফজলহক ফারুকি, গুলবদিন নাইব, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, নুর আহমেদ, আবদুল রহমান, শরফউদ্দিন আশরাফ, সেলিম সাফি ও ইকরাম আলীখিল।

নেপাল: রোহিত পোডেল (অধিনায়ক), কুশল ভুটরেল, আসিফ শেখ, ললিত রাজবংশী, মিম সারকি, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং, সন্দীপ লামিছানে, করণ কেসি, গুলশন ঝা, আসিফ শেখ, সোমপাল কামি, প্রতিশ জিসি, কিশোর মাহাতো, সন্দীপ জোড়া অর্জুন সাউধ, এবং শ্যাম টাকাল।

এশিয়া কাপের গ্রুপ বিন্যাস: গ্রুপ ‘এ’: পাকিস্তান (এ১), ভারত (এ২), নেপাল (যারা সুপার ফোরে উঠতে ব্যর্থ হবে তাদের অবস্থান নেবে নেপাল অর্থাৎ এ১ বা এ২)

গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা (বি১), বাংলাদেশ (বি২), আফগানিস্তান (যারা সুপার ফোরে উঠতে ব্যর্থ হবে তাদের অবস্থান নেবে আফগানিস্তান অর্থাৎ বি১ বা বি২)

এশিয়া কাপের সম্পূর্ণ সূচি:

গ্রুপ পর্ব:

তারিখ                         ম্যাচ                                   ভেন্যু

৩০ আগস্ট         পাকিস্তান-নেপাল                    মুলতান

৩১ আগস্ট         বাংলাদেশ-শ্রীলঙ্কা                     ক্যান্ডি

২ সেপ্টেম্বর        ভারত-পাকিস্তান                       ক্যান্ডি

৩ সেপ্টেম্বর      বাংলাদেশ-আফগানিস্তান           লাহোর

৪ সেপ্টেম্বর          ভারত-নেপাল                          ক্যান্ডি

৫ সেপ্টেম্বর        শ্রীলঙ্কা-আফগানিস্তান             লাহোর

সুপার ফোর:

৬ অক্টোবর              এ১-বি২                                লাহোর

৯ অক্টোবর              বি১-বি২                                কলম্বো

১০ অক্টোবর            এ১-এ২                                 কলম্বো

১২ অক্টোবর             এ২-বি১                                কলম্বো

১৪ সেপ্টেম্বর           এ১-বি১                                  কলম্বো

১৫ সেপ্টেম্বর          এ২-বি২                                  কলম্বো

ফাইনাল:

১৭ সেপ্টেম্বর       সুপার ফোর১-সুপার ফোর২      কলম্বো

লাইভ টেলিকাস্ট ও স্ট্রিমিং: টিভিতে এশিয়া কাপ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে। এছাড়া অনলাইনে দেখতে হলে এশিয়া কাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং হবে ডিজনি + হটস্টারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement