Advertisement
Advertisement
KL Rahul

Asia Cup 2023: দলের সঙ্গে কলম্বোয় যোগ দিলেন রাহুল, নেটে শুরু করলেন অনুশীলন

রাহুলের দিকে নজর সবার।

Asia Cup 2023: KL Rahul was seen during the indoor net session at Colombo । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 7, 2023 9:00 pm
  • Updated:September 8, 2023 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকেশ রাহুল (KL Rahul) পৌঁছলেন শ্রীলঙ্কায় (Sri Lanka)। নেমে পড়লেন নেটেও। নেটে লোকেশ রাহুল অনুশীলন করছেন সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশন হিসেবে তিনি লেখেন, ‘হ্যাপিয়েস্ট ইন ব্লু’। সেই ছবিতে দেখা যাচ্ছে, কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলছেন লোকেশ রাহুল। ব্যাটিং অনুশীলন করতেও দেখা গিয়েছে তাঁকে।

আইপিএল চলাকালীন চোট পেয়েছিলেন লোকেশ রাহুল। অস্ত্রোপচারের পরে সেরে ওঠেন তিনি। এশিয়া কাপের দলে জায়গা পান লোকেশ রাহুল। কিন্তু দল যখন শ্রীলঙ্কায় উড়ে যাচ্ছে, তখন আবার চোটের কবলে পড়েন তিনি। প্রথম দুটো ম্যাচ থেকে বাদ পড়েন লোকেশ রাহুল। সুপার ফোরের ম্যাচগুলো হবে কলম্বোয়। ভারতের পরবর্তী ম্যাচ রবিবার। প্রতিপক্ষ সেই পাকিস্তান। 

Advertisement

[আরও পড়ুন: ফের একবার বৃষ্টিতে ধুয়ে যেতে পারে ‘মাদার অফ অল ব্যাটল’! আশঙ্কার বার্তা দিল আবহাওয়া দপ্তর]

বৃহস্পতিবার সকাল থেকেই কলম্বোয় বৃষ্টি হচ্ছে। ক্রিকেট দুনিয়া তৈরি হচ্ছে আরও একটা ‘মাদার অফ অল ব্যাটল’-এর জন্য। কিন্তু এশিয়া কাপে (Asia Cup 2023) সুপার ফোরের ভারত-পাক ম্যাচেও রয়েছে বৃষ্টির (Rain) আশঙ্কা। আগামী ১০ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার বাইশ গজের যুদ্ধে ফের একবার মুখোমুখি হবে রোহিত শর্মা (Rohit Sharma) ও বাবর আজমের (Babar Azam) দল। শ্রীলঙ্কার (Sri Lanka) আবহাওয়া অফিসের (Weather Forecast) দাবি, পাল্লেকেলের মতো এবার কলম্বোতেও ভিলেন হতে পারে বৃষ্টি। শেষ পর্যন্ত কী হবে, তা বলবে সময়। 

[আরও পড়ুন: ‘ঈশান কিষানের আগে কেএল রাহুলকে প্রাধান্য দেওয়া চরম ভুল’, প্রশ্ন তুলে দিলেন ক্ষুব্ধ গম্ভীর]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement