Advertisement
Advertisement

Breaking News

KL Rahul Asia Cup

Asia Cup 2023: ‘পরের বার দেখে নেব’, শ্রীলঙ্কার তরুণ স্পিনারকে হুঁশিয়ারি রাহুলের

রাহুলের ব্যাট স্বস্তি দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

Asia Cup 2023: KL Rahul warns Dunith Wellalage । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 13, 2023 7:10 pm
  • Updated:September 13, 2023 7:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুনিথ ওয়েলালাগের (Dunith Wellalage) স্পিনে বেসামাল ভারতের ব্যাটিং। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং হার্দিক পাণ্ডিয়ার মতো ব্যাটার ওয়েলালাগের শিকার।

এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি পেয়েছেন কেএল রাহুল (KL Rahul)। শ্রীলঙ্কার বাঁ হাতি স্পিনার সম্পর্কে কেএল রাহুল বলছেন, ”ও পাঁচ উইকেট নিয়েছে। দলকে সাহায্য করেছে। শ্রীলঙ্কার বোলিংয়ে বিপজ্জনক বোলার ওয়েলালাগে। পরের দিকে আসালাঙ্কা কয়েকটি উইকেট নিয়েছে ঠিকই। পরের বার শ্রীলঙ্কার সঙ্গে দেখা হলে ওয়েলালাগাকে আক্রমণ করার চেষ্টা করব।” 

Advertisement

[আরও পড়ুন: আইএসএল জিততে পারে কারা? তিন ফেভারিটের নাম জানালেন ফেরান্দো]

সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১১১ রানে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল। টস হওয়ার পাঁচ মিনিট আগে তিনি জানতে পারেন প্রথম একাদশে তিনি। মাঠে নেমে রাহুলের ব্যাট কথা বলে। কেএল রাহুল বলেন, ”দুটো ম্যাচে আমার পারফরম্যান্সে খুশি। শুরুর দিকে নার্ভাস ছিলাম। কিন্তু কয়েকটা বল খেলার পরে আত্মবিশ্বাস ফিরে পাই।”

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করার সময়ে নিজেকে তৈরি করেছন। প্রত্যাবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করেছেন। রাহুল বলছেন, ”প্রথম একাদশে থাকব ধরে নিয়েই নিজেকে তৈরি করেছিলাম।” লোকেশ রাহুলের ব্যাটিং ফর্ম স্বস্তি দিয়েছে রাহুল দ্রাবিড়-রোহিত শর্মাকে। চার নম্বর পজিশন নিয়ে সমস্যার সমাধান বোধহয় করেই ফেললেন লোকেশ রাহুল।  

[আরও পড়ুন: ‘অনেক পথ বাকি’, তিন বছরের হতাশা কাটিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার কুয়াদ্রাতের]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement