Advertisement
Advertisement

Asia Cup 2023: চোট পাওয়া কেএল রাহুল-শ্রেয়সকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন ক্ষুব্ধ সুনীল গাভাসকর

দল নির্বাচন দেখে বেজায় চটেছেন সুনীল গাভাসকর।

Asia Cup 2023: KL Rahul, Shreyas Iyer rushed into Team India squad despite very little game time, says Sunil Gavaskar। Sangbad Pratidin

মনের ক্ষোভ উগরে দিলেন সুনীল গাভাসকর।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 22, 2023 2:37 pm
  • Updated:August 29, 2023 12:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেএল রাহুল (KL Rahul) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) যে এশিয়া কাপের (Asia Cup 2023) দলে থাকবেন, সেই ইঙ্গিত অনেক আগে থেকেই পাওয়া গিয়েছিল। আর ঠিক সেটাই হল। মাত্র একটি অনুশীলন ম্যাচ ও ফিটনেস রিপোর্টের ভিত্তিতে দুই তারকা টিম ইন্ডিয়ার (Team India) ড্রেসিংরুমে কামব্যাক করলেন। শ্রেয়স পুরো চোটমুক্ত হলেও, কেএল রাহুল আবার নতুন চোট পেয়েছেন। আর তাই এই দু’জনের নির্বাচন নিয়ে বেজায় চটেছেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

সানি বলেন, “চোট সারিয়ে ফিরে আসার পর সাধারণত বোলারদের নিয়ে সবাইকে চিন্তায় থাকে। তবে এক্ষেত্রে আমি বোলারদের দিয়ে খুব একটা চিন্তিত নই। কারণ প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও জশপ্রীত বুমরাহ এবং প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু নিজেদের উজাড় করে গত দুটি ম্যাচে বোলিং করেছে। বিশেষ করে বুমরাহকে তো আমার খুবই ভাল লেগেছে।”

Advertisement

[আরও পড়ুন: একেবারে একদিনের দলে ডাক! বিশ্বাস করতে পারছেন না তিলক বর্মা]

এরপরেই দুই ব্যাটারকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ‘লিটল মাস্টার’ ফের যোগ করেন, “তবে আমাদের দুই তারকা ব্যাটার ভাল ম্যাচ প্র্যাকটিসের সুযোগ আর কোথায় পেল? এনসিএ-র মাঠে দুর্বল বিপক্ষের বিরুদ্ধে একটা অনুশীলন ম্যাচের তেমন গুরুত্ব আমার কাছে নেই। সেটা মোটেও ভাল বিজ্ঞাপন নয়।”

চলতি বছর মে মাসে আইপিএল-এর মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিলেন কেএল রাহুল। সেই ম্যাচে ফিল্ডিং করার সময় উরুতে চোট পেয়েছিলেন লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক। তেমনই শ্রেয়স পিঠে চোট পাওয়ার আগে সেই মার্চ মাসে শেষবার খেলেছিলেন। আর তাই দুই চোট সারিয়ে ওঠা ক্রিকেটারকে দলে ফেরানোর পর থেকে উঠে গিয়েছে প্রশ্ন।

[আরও পড়ুন: মারকুটে সূর্য থাকতে দলে তিলক কেন? কারণ জানিয়ে দিলেন প্রাক্তন তারকা অজি ওপেনার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement