বৃষ্টি ফের ভারত বনাম পাকিস্তান ম্যাচে বাধ সাধল। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup 2023) শনিবারের ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল। পারদ চড়েছিল মহারণের। কিন্তু শেষ পর্যন্ত বরুণদেবতার জন্য পুরো ম্যাচই হল না। ভারতের ইনিংসের পরে বৃষ্টি নামে। সেই বৃষ্টি আর থামেনি। বলা ভাল, পরিস্থিতির উন্নতি আর না হওয়ায় পাকিস্তানের ইনিংস শুরু করা যায়নি। বাবর আজমদের আর ব্যাট করতে নামতে হয়নি। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়। ভারত পুরো পঞ্চাশ ওভার ব্যাট করতে পারেনি। শুরুর দিকে দ্রুত উইকেট খোয়ালেও হার্দিক পাণ্ডিয়া ও ঈশান কিষাণের বিক্রমে ভারত লড়াকু রান করে। ৪৮.৫ ওভারে ভারত ২৬৬ রান করে। কিন্তু বাবর আজমদের আর রান তাড়া করতে নামতে হয়নি।
এশিয়া কাপের ইতিহাসে আরও একবার বৃষ্টির জন্যই ভারত-পাক মহারণ ভেস্তে গিয়েছিল। সেই ম্যাচ ছিল ১৯৯৭ সালের ২০ জুলাই। টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। খেলা শুরু হওয়ার পাঁচ ওভারের মধ্যেই বৃষ্টি আর মন্দ আলোর জন্য খেলা সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। দুই আম্পায়ার মাঠ পর্যবেক্ষণ করে এবং পরিস্থিতি খতিয়ে দেখে ম্যাচের ওভার সংখ্যা কমান।
৫০ ওভারের ম্যাচ হয়ে যায় ৩৩ ওভারের। খেলা শুরু হলে ফের বৃষ্টি এবং মন্দ আলোর জন্য শেষমেশ খেলাই পরিত্যক্ত ঘোষিত হয়ে যায়। মাত্র ৯ ওভার হাত ঘোরান ভারতীয় বোলাররা। আর ওই ৯ ওভারে পাকিস্তান হারায় পাঁচ উইকেট। স্কোর বোর্ডে মাত্র ৩০ রান তোলে পাকিস্তান। পাক ব্যাটিংয়ে ধস নামান ভেঙ্কটেশ প্রসাদ। পাঁচ ওভারে চার-চারটি উইকেট নেন তিনি। আবে কুরুভিল্লা একটি উইকেট নেন। একমাত্র সেলিম মালিক ছাড়া আর কোনও পাক ব্যাটসম্যানই দুই অঙ্কের রান করতে পারেননি সেই ম্যাচে। পরের দিন নতুন করে ম্যাচ হওয়ার কথা থাকলেও এক বলও খেলা হয়নি।
১৯৮৪ সালের ৩১ অক্টোবর ভারত-পাক ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়েছিল। সেবার সুনীল গাভাসকরের নেতৃত্বে পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। শিয়ালকোটের ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দেশ। দিন ছোট হওয়ার জন্য ম্যাচটি ৪০ ওভারের ছিল।
সেদিনই প্রয়াত হন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইনিংসের বিরতির সময়ে ক্রিকেটারদের ইন্দিরা গান্ধীর মৃত্যুর খবর জানানো হয়। লাউড স্পিকারে দর্শকদেরও জানিয়ে দেওয়া হয় এমন পরিস্থিতিতে খেলা বন্ধ করে দেওয়া হচ্ছে। স্টেডিয়ামের কাউন্টার থেকে দর্শকদের টিকিটের টাকা ফেরত নিয়ে নিতে বলা হয়েছিল। ভারত ৪০ ওভারে করেছিল তিন উইকেটে ২১০ রান। দিলীপ বেঙ্গসরকার ৯৪ রানে অপরাজিত ছিলেন সেই ম্যাচে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.