Advertisement
Advertisement
Asia Cup 2023 Super Four

Asia Cup 2023: চলে এল বড় আপডেট, বৃষ্টির জন্য কলম্বো থেকে সরতে পারে সুপার ফোরের একাধিক ম্যাচ

কোথায় হতে পারে সুপার ফোরের ম্যাচগুলি?

Asia Cup 2023: Heavy rains in Colombo, tournament likely to be shifted to Dambulla। Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 3, 2023 7:29 pm
  • Updated:September 3, 2023 7:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টি বড় বালাই। চলতি এশিয়া কাপে (Asia Cup 2023) ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ। এখন শোনা যাচ্ছে কিন্তু কলম্বোতেও বৃষ্টি হচ্ছে তাই সেখান থেকে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ সরিয়ে দেওয়া হতে পারে।

কারণ সেখানেও অনবরত বৃষ্টি হচ্ছে। ফলে কলম্বো থেকে সরে যেতে পারে এশিয়া কাপের সুপার ফোরের একাধিক ম্যাচ। শোনা যাচ্ছে সুপার ফোরের খেলাগুলি পাল্লেকেলে এবং ডাম্বুলাতে করার কথা ভাবা হচ্ছে। এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতীয় দল বাবর আজমদের দেশে যেতে চায়নি।

Advertisement

[আরও পড়ুন: আরও একটা ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, ‘দশে মিলে’ই ভারতসেরা মোহনবাগান]

এর পরেই শ্রীলঙ্কায় এশিয়া কাপের কিছু ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এমন অবস্থায় ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) এক হাত নিলেন নাজম শেঠি। সূত্র মারমত জানা গিয়েছে যে, এখনও ছয় দিন বাকি। তারপর প্রেমদাসা স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল পুরো ব্যাপারটা দেখছে। তবে অবস্থার উন্নতি না হলে একাধিক ম্যাচ বদলে যেতে পারে। 

[আরও পড়ুন: উপনির্বাচনের আগে ধূপগুড়ি মহকুমা ঘোষণার আশ্বাস, অভিষেককে নিয়ে কমিশনে নালিশ BJP-র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement