Advertisement
Advertisement

Breaking News

Bangladesh Asia Cup 2023

Asia Cup 2023: আফগানদের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি, সদ্যোজাত পুত্রসন্তানকে উৎসর্গ করলেন শান্ত

বিপিএল আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছে শান্তকে।

Asia Cup 2023: Bangladesh's Shanto dedicates century vs Afghanistan to his son । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 3, 2023 9:18 pm
  • Updated:September 5, 2023 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) ব্যাটার নাজমুল শান্ত সেঞ্চুরি করে তা উৎসর্গ করলেন তাঁর সদ্যোজাত সন্তানকে। এশিয়া কাপে (Asia Cup 2023) আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বাংলাদেশের। ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ শাকিব আল হাসানদের জন্য। নির্ধারিত ৫০ ওভারের শেষে বাংলাদেশ করে পাঁচ উইকেটে ৩৩৪ রান। জোড়া সেঞ্চুরি করেন মেহদি হাসান মিরাজ এবং নাজমুল শান্ত। মেহদি হাসান মিরাজ ১১২ রানে অবসৃত হন। শান্ত করেন ১০৪। প্রথম ইনিংসের শেষে শান্ত জানান তিনি সেঞ্চুরি উৎসর্গ করেন তাঁর সদ্যোজাত ছেলের জন্য।

শান্ত বলেন, ”এই সেঞ্চুরি আমার পুত্র সন্তানকে উৎসর্গ করছি। আমরা দুটো উইকেট নিয়ে খুব একটা চিন্তিত নই আমরা। পরিস্থিতি এবং বলের চরিত্র অনুযায়ী খেলেছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বেশ ভাল একটি টুর্নামেন্ট। অত্যন্ত চ্যালেঞ্জিং একটি প্রতিযোগিতা। আমাকে যথেষ্ট সাহায্য করেছে। একাধিক বিদেশি ক্রিকেটারের ভিড় এই টুর্নামেন্টে। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আমাকে সাহায্য করেছে।”

Advertisement

[আরও পড়ুন: দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, হাল ফেরাতে ঝুড়ি-কোদাল হাতে ময়দানে BJP বিধায়ক চন্দনা বাউড়ি]

মেহদি হাসান মিরাজের প্রশংসাও করেন শান্ত। তিনি বলেন, ”মিরাজ চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। দুর্দান্ত ব্যাটিং করেছে। আমাদের সাজঘরের অবস্থা বেশ ভাল। মুশফিক-শাকিবের মতো কিংবদন্তিদের সাজঘরে পাশে পেয়েছি।”

[আরও পড়ুন: আরও একটা ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, ‘দশে মিলে’ই ভারতসেরা মোহনবাগান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement