Advertisement
Advertisement
India vs West Indies

এক ম্যাচেই হাফডজন রেকর্ড অশ্বিনের, ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ শুরু রোহিতদের

অভিষেক ম্যাচেই ১৭১ রান যশস্বী জয়সওয়ালের।

Ashwin scalps 12 wicket, makes multiple records as India beats West Indies | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 15, 2023 9:36 am
  • Updated:July 15, 2023 9:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) শুরুতেই দাপট ভারতের। ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের একমাসের মধ্যেই স্বমহিমায় দেখা গেল রোহিত শর্মাদের। ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে হাফডজন রেকর্ড গড়ল ভারতীয় দল। ইনিংস ও ১৪১ রানে একেবারে দুরমুশ করে দিল প্রতিপক্ষকে। অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচের সেরার পুরস্কার জিতে নিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। একাধিক নজিরের মালিক হলেন বিশ্বের সেরা টেস্ট বোলার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।

ম্যাচের তৃতীয় দিনে যশস্বীকে দেখে মনে হচ্ছিল, অভিষেক টেস্টে দু’শো করে ফেলবেন। এতটাই দুর্ধর্ষ দেখাচ্ছিল তাঁকে। দেখলে কে বলবে, একুশ বছরের এক তরুণ তার জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেছে? মুহূর্তের মনঃসংযোগে বিচ‌্যুতি না ঘটলে ডাবল সেঞ্চুরি হয়েও যেত যশস্বীর। তিনি শেষ পর্যন্ত থামলেন ৩৮৭ বলে ১৭১ রান করে। ভাল শুরু করলেও ৭৬ রান করে আউট হন বিরাট কোহলি। রবীন্দ্রা জাদেজা অপরাজিত থাকেন ৩৭ রানে। ভারত প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৪২১-৫ স্কোরে। জবাবে দ্বিতীয় ইনিংসে ব‌্যাট করতে নেমে মাত্র ১৩০ রানে গুঁড়িয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। সাত উইকেট তুলে নিয়ে বিপক্ষকে শেষ করে দেন অশ্বিন।

Advertisement

[আরও পড়ুন: জাতীয় দলে সুযোগ রিঙ্কুর, এশিয়াডের পুরুষ ও মহিলা দল ঘোষণা ভারতের]

এই ম্যাচেই হাফডজন রেকর্ড গড়ে ফেলেছেন রবি অশ্বিন। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট গিয়েছে তাঁর ঝুলিতে। ভারতীয় হিসাবে সবচেয়ে বেশিবার এক ম্যাচে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। একমাত্র ভারতীয় বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে আউট করেছেন বাবা ও ছেলেকে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার বোল্ড আউট করার নজিরও অশ্বিনের দখলে। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচে সবচেয়ে বেশিবার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও অশ্বিনের। এই ম্যাচেই ৭০০টেস্ট উইকেট তুলে নিয়েছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়ার তালিকায় জেমস অ্যান্ডারসনকে টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন।

অশ্বিনের ব্যক্তিগত কীর্তির পাশাপাশি বিরাট ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দল হিসাবেও ইতিহাস গড়েছে মেন ইন ব্লু। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট জিতেছে ভারত। এছাড়াও এশিয়ার বাইরে সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয়ের রেকর্ড গড়েছেন রোহিতরা। অন্যদিকে, ৪৮ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পেরে ধুঁকছে ক্যারিবিয়ান ক্রিকেট। বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে দাপট দেখালেও জাতীয় দলের নিয়ে নিষ্প্রভ ক্যারিবিয়ান দৈত্যরা। তাদের বিরুদ্ধে রেকর্ডের পাহাড় গড়েই অভিযান শুরু করল ভারত। 

[আরও পড়ুন: ভোট মিটলেও অশান্ত ক্যানিং, TMC বুথ সভাপতিকে কুপিয়ে ‘খুন’]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement