Advertisement
Advertisement
Chandrakant Pandit

পণ্ডিতের জন্য মানসিক অবসাদে ভুগতেন পাঞ্জাব ক্রিকেটার, ফের তোপের মুখে নাইট কোচ

রাসেলদের কোচের বিরুদ্ধে বার বার অভিযোগ উঠছে।

Ashutosh Sharma of Punjab Kings recounted his challenging experience under KKR coach Chandrakant Pandit

ফের তোপের মুখে পণ্ডিত। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 6, 2024 2:18 pm
  • Updated:April 6, 2024 2:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেটের সফল হেডস্যর তিনি। সেই চন্দ্রকান্ত পণ্ডিতকে (Chandrakant Pandit) ‘মিলিটারি কোচ’ বলে তোপ দেগেছিলেন প্রাক্তন কেকেআর (KKR) তারকা ডেভিড উইজা। পণ্ডিতের বিরুদ্ধে অভিযোগ ছিল গৌরব যাদবেরও।
এবার প্রীতি জিন্টার দলের ক্রিকেটার আশুতোষ শর্মাও অভিযোগ করলেন কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের বিরুদ্ধে। যদিও কেকেআর কোচের নাম উচ্চারণ করেননি তিনি। কিন্তু যে ইঙ্গিত তিনি করেছেন এবং যে ঘটনাবলির কথা জানিয়েছেন, তাতে সবাই মনে করছেন আশুতোষের তোপের মুখে পণ্ডিতই।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ১৭ বলে ৩১ রানের ইনিংস খেলে নজর কাড়েন আশুতোষ। সেই আশুতোষের অভিযোগ, ”একটা সময় ছিল যখন আমাকে মাঠে ঢুকতে দেওয়া হত না।” জিমে ঘাম ঝরাতেন তিনি। তার পরেই হোটেলে ফিরে ঘরবন্দি হয়ে যেতেন আশুতোষ। অবসাদে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তাঁর।

[আরও পড়ুন: কংগ্রেসের ইস্তেহারে থাইল্যান্ডের ছবি! বিজেপি বলল, ‘ওটাই তো রাহুলের প্রিয় জায়গা’]

দুঃস্বপ্নের সেই অভিজ্ঞতা প্রসঙ্গে আশুতোষ বলছেন, ”জিম করে হোটেলে ফিরে যেতাম। মাঠে ঢোকার অধিকার ছিল না। আমার দোষ কোথায় কেউই বলেননি। মধ্যপ্রদেশে নতুন এক কোচ তখন যোগ দিয়েছিলেন। তাঁর আবার পছন্দ-অপছন্দের বাছবিচার ছিল। একটি ট্রায়াল ম্যাচে ৪৫ বলে ৯০ রান করেও দল থেকে বাদ পড়তে হয়েছিল।” 

Advertisement

মধ্যপ্রদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আশুতোষের অভিযেক ঘটেছিল ২০১৮ সালে। ২০১৯ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শেষবার আশুতোষকে খেলতে দেখা গিয়েছিল। কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত মধ্যপ্রদেশের কোচ হয়ে আসার পরে দলে আর সুযোগ পাননি আশুতোষ। এবারের আইপিএলে পণ্ডিত ভুল প্রমাণিত করার সুযোগ আশুতোষের সামনে। 

[আরও পড়ুন: জাদেজার আউটের আবেদন প্রত্যাহার, ‘বিশ্বকাপে কোহলি থাকলে কী করতে’, প্রশ্ন প্রাক্তন তারকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement