Advertisement
Advertisement

মাঠে ব্যাট ও বলের লড়াই, গাব্বার গ্যালারি সাক্ষী রইল ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রেমকাহিনির, দেখুন ভিডিও

কে বলল, ক্রিকেট মানে শুধুই লড়াই। ক্রিকেট মানে প্রেমও।

Ashes fan proposes to girlfriend during first Test at the Gabba | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 11, 2021 12:48 pm
  • Updated:December 11, 2021 3:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর মেলবোর্নে হচ্ছিল ভারত ও অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের ম্যাচ। তখনও গ্যালারিতে দেখা গিয়েছিল মিলনান্তক দৃশ্য। এক ভারতীয় যুবকের পরনে ছিল ভারতের জার্সি। অন্য মুদ্রায় দেখা গিয়েছিল সেই যুবককে। হাঁটু মুড়ে বসে টিম ইন্ডিয়ার জার্সি পরিহিত সেই যুবক হাঁটু মুড়ে বসে প্রেম নিবেদন করছেন এক অস্ট্রেলীয় তরুণীকে। সেদিন খেলার মাঠের এমন দৃশ্যই যেন ফিরে এল অ্যাশেজে। কেবল বদলে গিয়েছে চরিত্রগুলো, বদলে গিয়েছে মাঠ। বদলায়নি কেবল দেশ। অস্ট্রেলিয়ার মেলবোর্নের পরিবর্তে ব্রিসবেন। বিশালাকায় এমসিজির পরিবর্তে গাব্বা।

অ্যাশেজ (Ashes) মানেই গনগনে উত্তেজনা। বার্মির আর্মির টিটকিরি থাকবে। পাল্টা দেবেন অস্ট্রেলিয়ান সমর্থকরাও। অ্যাশেজে এসব নতুন কিছু নয়। কিন্তু শুক্রবারের গাব্বার গ্যালারি যে মুহূর্তের সাক্ষী থাকল, সেটা নিঃসন্দেহে অভিনব। 

Advertisement

[আরও পড়ুন:  ‘টিম ভেঙে দেওয়া সহজ, তৈরি করা অনেক কঠিন’, কোহলির অপসারণে ক্ষুব্ধ মদন লাল]

অ্যাশেজে প্রথম টেস্টের তৃতীয় দিনের তখন প্রথম সেশনে ড্রিঙ্কস ব্রেক চলছে। হঠাৎই এক চ্যানেলের ক্যামেরা ধরল এক ইংরেজ সমর্থককে। ইনি–রব। হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দিচ্ছেন বান্ধবীকে। যিনি আবার অদ্যোপান্ত অস্ট্রেলিয়ার (Australia) সমর্থক। প্রেম নিবেদনের এমন দৃশ্য ততক্ষণে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনেও দেখানো হচ্ছে। আংটি নিয়ে বিয়ের প্রস্তাব দেওয়া চলছে। বান্ধবী ন্যাট তখন লাজুক। তাঁর মুখে লেগে রয়েছে হাসি। অবশ্য হ্যাঁ, বলতে খুব বেশিক্ষণ সময় নিলেন না ন্যাটও।

এক চ্যানেলের খবর অনুযায়ী, ন্যাটের সঙ্গে রবের প্রথম দেখা প্রায় বছর চারেক আগে। সেটাও অস্ট্রেলিয়াতে। তারপর থেকেই নাকি ভাল লাগার শুরু। আর চার বছর পর সেই অ্যাশেজেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন তিনি। 

এর আগেও গাবা দেখেছে প্রেম নিবেদনের দৃশ্য। ২০১৭ সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের (England) অ্যাশেজ চলাকালীন দ্বিতীয় দিনে ঠিক একইরকম দৃশ্য দেখা গিয়েছিল। মাইকেল নামে এক যুবক হাঁটু মুড়ে বসে যুবতী টরিকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। যুবতী লাজুক ভাবে হেসে সম্মতি দিচ্ছে। এমন ছবি দেখে গাব্বার গ্যালারিও মুগ্ধ হয়েছিল। 

 

কে বলল, ক্রিকেট মানে শুধুই লড়াই। ক্রিকেট মানে প্রেমও। ক্রিকেট তো মিলিয়েই দেয়।  

[আরও পড়ুন: ISL 2021: আইএসএল চালাতে গিয়ে আর্থিক লোকসানের মুখে FSDL, বিশ বাঁও জলে ‘VAR’ প্রয়োগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement