Advertisement
Advertisement

Breaking News

Jasprit Bumrah

চোটের জন্য আইপিএলের শুরুতেও নেই বুমরাহ! চাপ বাড়ছে মুম্বই ইন্ডিয়ান্সের

কবে মাঠে ফিরবেন বুমরাহ?

As per report Jasprit Bumrah may miss first two weeks of IPL 2025

জশপ্রীত বুমরাহ। ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:March 8, 2025 9:23 am
  • Updated:March 8, 2025 9:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন না জশপ্রীত বুমরাহ। কবে বাইশ গজে ফিরবেন, সেই নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, আইপিএলের শুরুর দিকেও অনিশ্চিত বুমরাহ। যা চিন্তা বাড়াবে মুম্বই ইন্ডিয়ান্সের।

বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে পিঠে চোট লাগে তাঁর। যে কারণে শেষ দিনে বলও করতে পারেননি। তবু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে রেখেই দল ঘোষণা করা হয়েছিল। এনসিএ-তে বুমরাহর বিভিন্ন শারীরিক পরীক্ষা হয়। রিহ্যাবও করেন। স্ক্যানের রিপোর্টে সমস্যা নেই বলে জানা যাচ্ছে। তারপরও বুমরাহকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামে টিম ইন্ডিয়া। আর রাত পোহালে ফাইনালে নামবেন রোহিতরা।

Advertisement

এমনিতেও চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিতের অধিনায়কত্ব থাকবে কিনা, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে বিকল্প নাম হিসেবে উঠে আসছে বুমরাহর নাম। তবে তাঁর ফিটনেস নিয়ে চিন্তার জায়গাও থাকছে। ২২ মার্চ থেকে শুরু আইপিএল। গত বছর একেবারেই ভালো যায়নি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য। এবার পালটা লড়াই দিতে মরিয়া হার্দিক পাণ্ডিয়ারা। আর সেখানে বড়সড় ধাক্কা হতে পারে বুমরাহর চোট। জানা যাচ্ছে, আইপিএলের প্রথম দুসপ্তাহ খেলতে পারবেন না বুমরাহ। এপ্রিলে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন।

এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের সূত্র জানান, “বুমরাহর মেডিক্যাল রিপোর্টে কোনও সমস্যা নেই। বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে বুমরাহ বল করা শুরু করেছেন। তবে আইপিএলের প্রথম দিকে তিনি মাঠে নামতে পারবেন না। এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে উচ্চপর্যায়ের ক্রিকেটে ফিরতে বুমরাহর এপ্রিলের প্রথম সপ্তাহ লেগে যেতে পারে।” সেই সঙ্গে চিন্তা থাকছে শামির ফিটনেস নিয়েও। সেক্ষেত্রে ইংল্যান্ড সিরিজে দুই পেসারকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হতে পারে। যাতে বাড়তি চাপের জন্য সিরিজের মাঝপথে কেউ চোট পেয়ে ছিটকে না যান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement