Advertisement
Advertisement
Nepal Cricketer

ধর্ষণের অভিযোগে নেপালের ক্রিকেট অধিনায়কের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ‘নির্দোষ’ বলে দাবি অভিযুক্তের

ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করে দিয়েছে নেপাল ক্রিকেট বোর্ড।

Arrest warrant against Nepal cricket captain Sandip Lamichhane, accused pleads not guilty | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 9, 2022 10:48 am
  • Updated:September 9, 2022 10:48 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিছানেকে (Sandeep Lamichhanne) সাসপেন্ড করল সেদেশের ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কাঠমান্ডু পুলিশ। তবে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন সন্দীপ। আপাতত খেলা ছেড়ে দেশে ফিরে এসে আইনি লড়াই করবেন বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, নেপাল ক্রিকেটের অন্যতম প্রধান মুখ হিসাবে ধরা হয় সন্দীপ লামিছানেকে।

কিছুদিন আগেই ১৭ বছর বয়সি এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ দায়ের করা হয় সন্দীপ লামিছানের বিরুদ্ধে। তারপরেই তাঁকে সাসপেন্ড করে দেয় নেপালের ক্রিকেট বোর্ড (Nepal Cricket Board)। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নেপাল ক্রিকেট থেকে নির্বাসিত থাকবেন সন্দীপ। কাঠমান্ডু পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিদেশের কোনও টুর্নামেন্টে খেলতে পারবেন না সন্দীপ। 

Advertisement

[আরও পড়ুন: ‘হাফসেঞ্চুরি করলেও আমাকে ব্যর্থ বলা হয়েছে’, শতরান হাঁকিয়ে তোপ বিরাটের]

তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করে নিজেকে নির্দোষ বলে দাবি করেন সন্দীপ। তিনি লিখেছেন, “আমি কোনও দোষ করিনি। নেপালের আইনের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। আপাতত আমি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছি। আমার বিরুদ্ধে যেসব ভিত্তিহীন অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমি দেশে ফিরে যাব। আশা করি সঠিকভাবে এই অভিযোগের তদন্ত করা হবে। কারোওর প্রতি বৈষম্যমূলক আচরণ যেন না হয়।”

১৭ বছর বয়সি ওই নাবালিকা সন্দীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলেছেন, কাঠমান্ডুর একটি হোটেলে তাঁকে ধর্ষণ করেছেন নেপালের অধিনায়ক। প্রাথমিকভাবে এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি লামিছানে। প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে দু’বছর দিল্লি ক্যাপিটালস দলের হয়ে আইপিএল খেলেছিলেন তিনি। মোট ন’টি ম্যাচ খেলে ১২টি উইকেট পেয়েছিলেন এই স্পিনার। নেপালের একমাত্র খেলোয়াড় হিসাবে আইপিএলে সুযোগ পেয়েছিলেন তিনি। তারপর থেকেই নেপাল ক্রিকেটের পোস্টার বয় হিসাবে উঠে আসেন সন্দীপ লামিছানে।

[আরও পড়ুন:রেকর্ড গড়ে ডায়মন্ড লিগে সোনা জয়, প্রথম ভারতীয় হিসাবে নজির নীরজের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement