Advertisement
Advertisement

Breaking News

Arjun Tendulkar

এবার বিসিসিআইয়ের নজরে অর্জুন তেণ্ডুলকর, শচীনপুত্রকে জাতীয় শিবিরে ডাকল বোর্ড

২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছিলেন অর্জুন।

Arjun Tendulkar summoned by BCCI for 20-Day Camp, says reports | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 14, 2023 7:23 pm
  • Updated:June 14, 2023 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ভারতীয় বোর্ডের নজরে শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর। মুম্বই ইন্ডিয়ান্স পেসারকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ডেকে পাঠাল বিসিসিআই। তবে অর্জুন একা নন, তাঁর মতো মোট ২০ জন তরুণ এবং প্রতিভাবান ক্রিকেটারকে ডেকে পাঠিয়েছে বোর্ড। এদের বেশিরভাগই অলরাউন্ডার।

আসলে ভারতীয় বোর্ড আগামী দিনের জন্য সেইসব প্রতিভাবান অলরাউন্ডারদের বাজিয়ে দেখে নিতে চাইছে, যাদের মধ্যে দ্রুত প্রথম সারিতে উঠে আসার সম্ভাবনা আছে। তেমন ২০ জন তারকাকে এনসিতে ডেকেছে বোর্ড। এদের মধ্যে অর্জুনের পাশাপাশি রয়েছেন কেকেআর পেসার হর্ষিত রানা, সানরাইজার্স তারকা অভিষেক শর্মা, সৌরাষ্ট্রের পেসার চেতন সাকারিয়া। বোর্ড চাইছে এই প্রতিভাবান ক্রিকেটারদের তিন সপ্তাহ ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রেখে প্রশিক্ষণ দিতে। যাতে তাঁদের প্রতিভার উন্নয়ন হয়। এই সবটাই ভিভিএস লক্ষ্মণের মস্তিষ্কপ্রসূত।

Advertisement

[আরও পড়ুন: ‘আমাকে ছেড়ে দাও বোন’, ঊর্বশী রাউতেলার হাত থেকে ‘মুক্তি’ চাইলেন ঋষভ পন্থ]

শুধু প্রশিক্ষণ নয়, এই শিবিরে ডাক পাওয়া ক্রিকেটারদের জন্য দ্রুত খুলে যেতে পারে বয়সভিত্তিক জাতীয় দলের দরজাও। আসলে সামনেই অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপ। সেকারণেই প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের ডাকা হচ্ছে। বোর্ডের এক কর্তা বলছেন, এদের মধ্যে কয়েকজনকে অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে ডাকার পরিকল্পনা আছে ভিভিএস লক্ষ্মণের। অর্থাৎ অর্জুনের জন্য বয়সভিত্তিক জাতীয় দলের দরজা খুব দূরে নয়।

[আরও পড়ুন: ‘কেউ ফুল ভাবলে আগুন হয়ে যাব’, এশিয়া কাপ থেকে বাদ পড়ে নির্বাচকদের ‘তোপ’ তারকা ক্রিকেটারের]

২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছিলেন অর্জুন। খেলেছিলেন দুটি বেসরকারি টেস্ট। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলে থাকলেও নিয়মিত সুযোগ মেলেনি। কয়েকটি ম্যাচ খেলে বিশেষ নজর না কাড়লেও খুব খারাপও পারফর্ম করেননি। এর আগে ২০২০-২১ সালে সইদ মুস্তাক আলি ট্রফিতে দুটি ম্যাচে খেলার সুযোগ পেলেও বাকি সময় থাকতে হয়েছিল দলের বাইরে। তাই এবছরের আগস্টেই মুম্বই ছেড়ে অন্য রাজ্যের হয়ে খেলার সিদ্ধান্ত নেন অর্জুন। এবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ডাক পেলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement