Advertisement
Advertisement
Arjun Tendulkar

বাবার জুতোয় পা! শচীনের মতোই রনজি অভিষেকে শতরান অর্জুন তেণ্ডুলকরের

মুম্বই ছেড়ে গোয়ার হয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন ২৩ বছরের অলরাউন্ডার।

Arjun Tendulkar scored century on Ranji Trophy debut, touches Sachin Tendulkar। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 14, 2022 4:44 pm
  • Updated:December 14, 2022 4:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক আশ্চর্য সমাপতন! ৩৪ বছর আগে ১৯৮৮ সালে অভিষেকেই শতরান পেয়েছিলেন শচীন তেণ্ডুকর (Sachin Tendulkar) নামের এক কিশোর। এবার শতরান করলেন আরেক তেণ্ডুলকর (Arjun Tendulkar)। তিনি অর্জুন। বাবার মতোই রনজিতে (Ranji Trophy) অভিষেকে শতরান পেলেন শচীন-পুত্রও। পুনরাবৃত্ত হল ইতিহাস। রনজি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলার সিদ্ধান্ত না পাওয়ার পরে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরুর মুহূর্তেই রাজস্থানের বিরুদ্ধে করলেন ১১২। এলিট সি গ্রুপের ম্যাচের দ্বিতীয় দিনের চাপানের বিরতিতে গোয়া ৫ উইকেটে ৪১০। ১৫টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত অর্জুন।

এখনও পর্যন্ত অর্জুন সাতটি লিস্ট এ ম্যাচ ও নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও প্রথম শ্রেণির ক্রিকেটে কখনও খেলেননি। কিন্তু সুযোগ পেতেই ২৩ বছরের বোলিং অলরাউন্ডার গড়লেন কীর্তি। ৭ নম্বরে ব্যাট করতে নেমে পেলেন তিন অঙ্কের রান। প্রথম দিন অপরাজিত ছিলেন ৪ রানে। এদিন সেখান থেকেই খেলা এগিয়ে নিয়ে যান তিনি।

Advertisement

[আরও পড়ুন: প্রকাশ্যে কিশোরীকে অ্যাসিড ছুঁড়ল যুবক, দিল্লির ঘটনার ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা]

২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছিলেন অর্জুন। খেলেছিলেন দুটি বেসরকারি টেস্ট। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলে থাকলেও খেলার সুযোগ মেলেনি। ২০২০-২১ সালে সইদ মুস্তাক আলি ট্রফিতে দুটি ম্যাচে খেলার সুযোগ পেলেও বাকি সময় থাকতে হয়েছিল দলের বাইরেও। তাই এবছরের আগস্টেই মুম্বই ছেড়ে অন্য রাজ্যের হয়ে খেলার সিদ্ধান্ত নেন অর্জুন। এরপরই গোয়ার হয়ে টি-টোয়েন্টি ম্যাচে ১৭ রানে ৪ উইকেট পেয়ে চমকে দিয়েছিলেন তিনি। অবশেষে এল রনজি শতরান।

প্রসঙ্গত, অর্জুনের বাবা শচীন কিশোর বয়সেই রনজিতে ওই কৃতিত্ব অর্জন করেন। পাশাপাশি দিলীপ ও দেওধর ট্রফিতেও প্রথম ম্যাচে শতরান পেয়েছিলেন তিনি। আর কোনও ভারতীয়র এই কৃতিত্ব নেই। প্রথম রনজি মরশুমেই ৫৮৩ রান করে মুম্বইয়ের (তৎকালীন বম্বে) সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন লিটল মাস্টার।

[আরও পড়ুন: ‘এ পৃথিবী একবারই পায় তারে…’, মারাদোনা নন, নতুন পৃথিবীর ধ্রুবতারা মেসিই]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement