Advertisement
Advertisement
Arjun Tendulkar

প্রথম একাদশে নেই রোহিত, চলতি মরশুমে প্রথমবার মুম্বইয়ের জার্সিতে মাঠে শচীনপুত্র অর্জুন

কার জায়গায় দলে এলেন অর্জুন?

Arjun Tendulkar introduces into the first eleven of Mumbai Indians for the first time in this season

অর্জুন তেণ্ডুলকর।

Published by: Krishanu Mazumder
  • Posted:May 17, 2024 7:23 pm
  • Updated:May 18, 2024 1:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল অভিযান আগেই শেষ হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে নিয়মরক্ষার ম্যাচে ওয়াংখেড়েতে নেমেছে হার্দিক পাণ্ডিয়ার দল। সেই ম্যাচে মুম্বইয়ের প্রথম একাদশে রয়েছে চমক। জশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দলে ঢুকেছেন শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর (Arjun Tendulkar)। চলতি মরশুমে প্রথমবার মুম্বইয়ের জার্সিতে মাঠে শচীনপুত্র অর্জুন। 
মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফে পৌঁছনোর সম্ভাবনা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। চলতি মরশুমের শুরু থেকে বিতর্ক তাড়া করেছে তাদের। এতদিন পর্যন্ত অর্জুনকে প্রথম একাদশে রাখা হয়নি। এদিন কার্যত নিয়মরক্ষার ম্যাচে সুযোগ দেওয়া হল শচীনপুত্রকে। 

[আরও পড়ুন: ‘৭ তারিখ হাউহাউ করে কাঁদব’, অবসর ঘোষণার পর আবেগপ্রবণ সুনীল]

অর্জুনের নাম এদিন হার্দিক পাণ্ডিয়া ঘোষণা করেন টসের সময়ে। তাঁর নাম ঘোষণার পরে অনেকেই বিস্মিত হয়ে যান। গোয়ার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সাতটি ম্যাচে ১১টি উইকেট নেন অর্জুন। তবে তাঁর ইকোনমি রেট ১০.৬৯। বিজয় হাজারে ট্রফিতে ১০টি উইকেট নেন তিনি। রনজি ট্রফিতে ৬টি ম্যাচ খেলেছেন অর্জুন। ছটি ম্যাচ থেকে ৯টি উইকেট সংগ্রহ তাঁর। ফেব্রুয়ারি মাসের পর থেকে প্রতিযোগিতামূলক কোনও ম্যাচে নামেননি অর্জুন। রোহিত শর্মাও নেই প্রথম একাদশে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলার সম্ভাবনা রয়েছে হিটম্যানের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। লখনউ সুপার জায়ান্টসেরও প্লে অফে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে। দুই দলের কাছেই ম্যাচটা এখন মর্যাদার। 

Advertisement

[আরও পড়ুন: ব্যর্থতা সত্ত্বেও ফল নিয়ে চিন্তা নেই, নেতৃত্বের বিষয়ে সাফাই হার্দিকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement