অঙ্গকৃষ ও শাহরুখ। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) চমকে দিয়েছেন বিশাখাপত্তনমে। তাঁকে দেখে কে বলবে কলকাতা নাইট রাইডার্স শিবিরে তিনি নতুন। সুনীল নারিন শুরু থেকেই ধ্বংস করেছেন দিল্লি ক্যাপিটালসের বোলিংকে। অঙ্গকৃষ রঘুবংশীও চমকে দিয়েছেন ব্যাট হাতে।
খুব সাবলীল ভাবে দিল্লির বোলারদের সামলেছেন তিনি। তাঁর শট নির্বাচনও প্রশংসিত হয়েছে। তরুণ ক্রিকেটার ২৭ বলে ৫৪ রান করেন দিল্লির বিরুদ্ধে। পাঁচটি চার ও তিনটি ছক্কা ছিল অঙ্গকৃষের ইনিংসে। তাঁকে আগাগোড়া পরামর্শ দিয়ে গিয়েছেন সুনীল নারিন। ক্যারিবিয়ান তারকা ৩৯ বলে ৮৫ রান করেন। সাতটি বাউন্ডারি ও সাতটি ছক্কা ছিল।
দিল্লিকে হারানোর পরে কেকেআরের মালিক শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনন্দন জানান অঙ্গকৃষকে। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে কেকেআরের তরুণ ক্রিকেটার বলছেন, ”অবশ্যই স্পেশাল মুহূর্ত। আমার নাম শাহরুখ খান জানেন কিনা আমি জানি না। তবে ছেলেবেলা থেকেই টেলিভিশনে আমি ওঁকে দেখছি। ওঁর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় বেশ ভালো লাগছে।”
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মার্কাস র্যাশফোর্ড ঠিক যেভাবে উদযাপন করেন, র্যাশফোর্ডকেও ঠিক সেই ভাবেই উদযাপন করতে দেখা গিয়েছে। সেই উদযাপন প্রসঙ্গে অঙ্গকৃষ বলেন, ”নীতীশ ভাইয়ের জন্যই এমন উদযাপন। নীতীশ ভাইয়ের চোট রয়েছে। আমরা দুজনেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্ত। আমি ওর জন্যই এমন উদযাপন করেছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.