Advertisement
Advertisement

Breaking News

Bishan Singh Bedi

সিনেমা ছেড়ে ট্র্যাকে পা, সোনা জিতেই বাবা বিষাণ সিং বেদীকে উৎসর্গ করলেন অঙ্গদ

হৃদয়ে বিষাণ সিং বেদী।

Angad Bedi dedicates his first ever international spiriting tournament win to his father Bishan Singh Bedi। Sangbad Pratidin

প্রয়াত বাবা বিষাণ সিং বেদীকে নিয়ে আবেগতাড়িত পুত্র অঙ্গদ। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 30, 2023 4:44 pm
  • Updated:October 30, 2023 7:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বাবা বিষাণ সিং বেদী (Bishan Singh Bedi) ছিলেন স্পিন লেজেন্ড। তবে তাঁর ছেলে হয়ে অঙ্গদ বেদী (Angad Bedi) কখনও খেলার জগতে আসবেন ভাবেননি। ছবির জগতেই নাম করেছেন। সঙ্গিনী হিসেবেও বেছে নিয়েছেন একজন অভিনেত্রীকেই। তবে বাবার মৃত্যুর কয়েক দিনের মধ্যে বদলে গেলেন অঙ্গদ। বলিউডকে (Bollywood) বিদায় জানিয়ে আন্তর্জাতিক অ্যাথলেটিকসে (International Spiriting Tournament) পা রাখলেন সদ্য প্রয়াত ভারতের প্রাক্তন অধিনায়ক ও বাঁহাতি স্পিনারের একমাত্র সন্তান।

মাঠে নেমেই যেন তিনি বুঝিয়ে দিলেন শুধু শখে নয়, জিততেই এসেছেন তিনি। আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমেই সোনা জিতলেন অঙ্গদ। ৪০০ মিটার রেসে সোনা জেতেন অঙ্গদ। বাবার আশীর্বাদ ছাড়া এই জয় সম্ভব হত না, বলছেন অঙ্গদ।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের মেগা ফাইনালে ফের ভারত-অস্ট্রেলিয়া মহারণ! দাবি করলেন অজি তারকা]

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ANGAD BEDI (@angadbedi)

সোমবার নিজের দৌড়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেন অঙ্গদ। সেখানে দেখা যাচ্ছে ট্র্যাকে দৌড়চ্ছেন। এর পর ভিকট্রি স্ট্যান্ডে উঠে মেডেল নেন তিনি। এই ভিডিওতে প্রয়াত বাবার সঙ্গে কাটানো সময়ও তুলে ধরেছেন অঙ্গদ। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘মন ছিল না, সাহসও ছিল না, তবু কোনও এক অদৃশ্য শক্তি যেন আমাকে এই পথটা অতিক্রম করতে সাহায্য করল। তোমার কথা মনে পড়ছে বাবা’। বাবার পাশাপাশি অবশ্য তিনি ধন্যবাদ জানাতে ভোলেননি তাঁর কোচকেও।

অঙ্গদের এই পোস্টে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেকে। পাশাপাশি বাবার মৃত্যুর পর তাঁকে শ্রদ্ধা জানাতে যে পথ বেছে নিয়েছেন অঙ্গদ তাকেও কুর্নিশ জানাচ্ছেন অনেকে।

২০২১ সালের দিকে তাঁর হৃদযন্ত্রে বাইপাস অস্ত্রোপচার হয়েছিল। এর পর থেকে বাড়িতেই থাকতেন তিনি। তবে সোমবার অর্থাৎ ২৩ অক্টোবর থেমে গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। ১৯৬৭ সাল থেকে ১৯৭৯ সালের মধ্যে ভারতের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলে ২৬৬টি উইকেট নিয়েছেন তিনি। ১০টি ওয়ান ডে ম্যাচে সাতটি উইকেট নেওয়ারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচ জয়ে বিষণ বেদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে ৭৭-এই থামল তাঁর জীবন। বিগত বেশ কয়েক বছর ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন স্পিন লেজেন্ড।

[আরও পড়ুন: অটুট বন্ধুত্ব! ইংল্যান্ডকে হারাতেই রোহিতকে কোলে তুলে নিলেন বিরাট, দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement