Advertisement
Advertisement
Andre Russell

মণীশ পাণ্ডের ছক্কা খেয়ে রেগে আগুন রাসেল! নাইট শিবিরে কি অশান্তি?

মাত্র ২৪ বলে ৫১ রান হাঁকিয়েছেন মণীশ পাণ্ডে।

Andre Russell gets angry after Manish Pandey hits him for six

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 20, 2024 4:42 pm
  • Updated:March 20, 2024 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণীশ পাণ্ডের (Manish Pandey) আগ্রাসী ব্যাটিং দেখে রেগে আগুন আন্দ্রে রাসেল! তাহলে কি আইপিএল শুরুর আগেই কেকেআরে অশান্তির আগুন? ভাইরাল ভিডিও দেখে এমনই আশঙ্কা নাইটভক্তদের মনে। আগামী শনিবার আইপিএল (IPL 2024) অভিযান শুরু করছে কেকেআর। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেই রেগে গেলেন ড্রে রাস (Andre Russell)।

মঙ্গলবার ইডেনে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল কেকেআর (Kolkata Knight Riders)। মিচেল স্টার্ক, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মণীশ পাণ্ডে-নাইট শিবিরের বড় নামরা সকলেই খেলতে নেমেছিলেন। তবে চোট সারিয়ে আসা শ্রেয়স আইয়ার অবশ্য ব্যাট করেননি। প্রস্তুতি ম্যাচে হাজির ছিলেন মেন্টর গৌতম গম্ভীরও। তবে প্রস্তুতি ম্যাচেই সতীর্থের দুরন্ত পারফরম্যান্স দেখে রেগে গেলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। সাফ জানিয়ে দিলেন, এমন ব্যাপার স্যাপার তাঁর মোটেই ভালো লাগছে না।

Advertisement

[আরও পড়ুন: বিকল্প নেই, বিশ্বকাপের বাছাই পর্বে সুনীলের দিকেই তাকিয়ে ইগর স্টিমাচ]

ঠিক কী ঘটেছে? মঙ্গলবার ব্যাট করতে নেমে মাত্র ২৪ বলে ৫১ রানের ইনিংস খেলেন কেকেআরে প্রত্যাবর্তন করা মণীশ। সেই ইনিংসেই একবার রাসেলের বলে বিশাল ছক্কা হাঁকান তারকা ব্যাটার। সেই ওভার বাউন্ডারি সোজা গিয়ে পড়ে গম্ভীরের কাছে। কেকেআরের সোশাল মিডিয়াতেও শেয়ার করা হয় ওই ছক্কার ভিডিও। ইনস্টাগ্রামে সেই ভিডিও দেখেই ‘ক্ষোভ’ উগরে দেন রাসেল। মণীশের ব্যাটিংয়ের ভিডিওর নিচে কমেন্ট করেন, ” দেখো, আমার কিন্তু একদম ভালো লাগছে না। নোপ, নোপ, নোপ।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

তার পরেই নাইট ভক্তদের আশঙ্কা, তাহলে কি মণীশ পাণ্ডের পারফরম্যান্সে খুশি নন রাসেল? দুই সতীর্থের মধ্যে কি কোনও সমস্যা রয়েছে? তবে অধিকাংশের মতে, আসল ব্যাপারটা মোটেই এত জটিল কিছু নয়। স্রেফ মজার ছলেই এই কমেন্ট করেছেন ড্রে রাস। অন্যদিকে, নাইটদের হয়ে খেলতে নেমে চেনা ফর্মে দেখা গেল রিঙ্কু সিংকেও। শেষ ওভারে মিচেল স্টার্ককে তুলোধনা করে ২০ রান তুলে নেন তিনি। এক ওভারে মেরেছেন দুটি ছক্কা।

[আরও পড়ুন: ‘দয়া করে ওই নামে ডাকবেন না’, RCB শিবিরে যোগ দিয়েই আর্জি ‘লজ্জিত’ কোহলির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement