Advertisement
Advertisement
Andre Russell

পণ্ডিত ‘মিলিটারি’ কোচ, প্রাক্তনীর অভিযোগের জবাব দিলেন রাসেল

কী বললেন ক্যারিবিয়ান তারকা?

Andre Russell backs KKR coach Chandrakant Pandit as David Wiese calls his methods militant

কেকেআরের আশাভরসা রাসেল। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 28, 2024 7:52 pm
  • Updated:March 28, 2024 8:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে (Chandrakant Pandit) মিলিটারি কোচ বলে মন্তব্য করেছিলেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার ডেভিড উইজা।
দলের তারকা এবং মসিহা আন্দ্রে রাসেল (Andre Russell) বৃহস্পতিবার অবশ্য প্রাক্তনীর এহেন মন্তব্যকে ফুৎকারে উড়িয়ে দিলেন।

শুক্রবার কেকেআর খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। তার আগে জামাইকান তারকা বলছেন, ”গতবার থেকে ওঁর সঙ্গে আমরা কাজ করছি। প্রথমবার কোনও কোচের সঙ্গে কাজ করতে হলে তাঁর দর্শনের সঙ্গে মানিয়ে নিতে হয়। কিছু নিয়ম থাকে। আমরা পেশাদার। আমাদের নালিশ, অভিযোগ করতে নেই। আমরাও কোনও ধরনের নালিশ করছি না।”

Advertisement

[আরও পড়ুন: কেন পদত্যাগ করছেন না স্টিমাচ? আফগান ম্যাচে হারের পর প্রশ্ন প্রাক্তনদের]

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে রাসেল ঝড় তুলেছিলেন ব্যাট হাতে। শুধু কি প্রথম ম্যাচ! রাসেল এক ঝড়ের নাম। আগেও তিনি কেকেআরকে জিতিয়েছেন। এবারের আইপিএলেও তিনি দলকে ছায়া দিতে চান। ফুল-ফলে ভরে দিতে চান। রাসেলকে বলতে শোনা গিয়েছে, এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ভালো কিছু করতে চাই। চন্দ্রকান্ত পণ্ডিত দুর্দান্ত কাজ করেছেন।”
০২৩ আইপিএলে কেকেআরের (Kolkata Knight Riders) সদস্য ছিলেন নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজা। বেগুনি জার্সিতে তিনটি ম্যাচ খেললেও সেভাবে ছাপ ফেলতে পারেননি। তাই তাঁকে ছেড়ে দেয় টিম ম্যানেজমেন্ট। ২০২৪ আইপিএল (IPL 2024) শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। উইজার মতে, ড্রেসিংরুমের পরিবেশ মোটেই পছন্দ ছিল না ক্রিকেটারদের। নতুন কোচ দলে এসেই প্রচুর নির্দেশ দিতেন, সেটা মেনে নিতে পারতেন না অনেকেই। সবমিলিয়ে, হতাশ হয়ে পড়েছিলেন কেকেআরের ক্রিকেটাররা। তার প্রভাব পড়ে পারফরম্যান্সেও। পয়েন্ট টেবিলের সাত নম্বরে টুর্নামেন্টে শেষ করে দল।
নামিবিয়ান ক্রিকেটারের যাবতীয় অভিযোগকে উড়িয়ে দিলেন রাসেল। ঠিক যেভাবে তিনি বাউন্ডারি-ওভার বাউন্ডারি মারেন টিক সেভাবেই সাংবাদিক বৈঠকে গর্জে উঠলেন রাসেল।

 

[আরও পড়ুন: এখনই মাঠে নয়, কঠিন সময়ে মুম্বইয়ের অস্বস্তি আরও বাড়ালেন সূর্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement