সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup)। তার আগে স্পনসর হিসেবে আমুলের (Amul) সঙ্গে চুক্তি করল দক্ষিণ আফ্রিকা (South Africa) ও আমেরিকার (United States of America) জাতীয় দল। আমুল ভারতের জনপ্রিয় ডেয়ারি ব্র্যান্ড। বৃহস্পতিবার দুদেশের বোর্ড আমুলের সঙ্গে তাদের চুক্তির কথা জানিয়েছে।
আসন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। ফলে ঘরের মাঠে আমুলের স্পনসর করা জার্সি পরে খেলতে নামবেন আমেরিকার ক্রিকেটাররা। জার্সির বাঁ হাতে থাকবে ভারতীয় ডেয়ারি কোম্পানির নাম। বিশ্বকাপের প্রথম ম্যাচেই নামবে আমেরিকা। ১ জুন তাদের প্রতিপক্ষ কানাডা। সম্প্রতি দ্বিপাক্ষিক সিরিজে তারা ৪-০ ব্যবধানে হারিয়েছে কানাডাকে।
আমুলের ম্যানেজিং ডিরেক্টর জায়েন মেহতা জানিয়েছেন, “আমুল দুধ যেমন সারা বিশ্বের মন জয় করেছে, তেমনই আমেরিকাও ক্রিকেট দুনিয়ার মন জয় করবে। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য তাদের শুভেচ্ছা জানাই।”
We are so excited to announce our brand new partnership with @Amul_Coop! They will be our main sponsor for the upcoming Men’s T20 World Cup!
Click the link to read all about our new partnership: https://t.co/lCveI598DI #Amul #weareusacricket pic.twitter.com/S7T1By4OdE
— USA Cricket (@usacricket) May 2, 2024
🤝 We are delighted to announce Amul as the team sponsor to the Proteas men’s team for the ICC Men’s T20 Cricket World Cup 2024 in the West Indies and USA.
The Proteas will kick off their T20 World Cup campaign with three league matches against Sri Lanka, Netherlands and… pic.twitter.com/lG8tDcCLrL
— Proteas Men (@ProteasMenCSA) May 2, 2024
অন্যদিকে সোশাল মিডিয়ায় আমুলের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। প্রোটিয়াদের মূল স্পনসর হবে আমুল। সেই বিষয়ে জায়েন মেহতা জানিয়েছেন, “আমুল এর আগে ২০২৩-র বিশ্বকাপ দলের সঙ্গে যুক্ত ছিল। আমরা ফের তাদের স্পনসর হতে পেরে গর্বিত।” উল্লেখ্য, এর আগে আফগানিস্তান ও নেদারল্যান্ডস দলেরও স্পনসর ছিল আমুল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.