ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ বছর পেরিয়েও আইপিএলের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। তাই আরও বেশি করে ছোট ফরম্যাটে মন দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (Indian Street Premier League) কথা। আইপিএলের ধাঁচেই খেলা আর বিনোদুনিয়াকে মিলিয়ে জমজমাট এই টি-১০ লিগ আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই। আর এবার এই টুর্নামেন্টের সঙ্গে জুড়ে গেল বলিউডের সবচেয়ে বড় নাম। অমিতাভ বচ্চন।
সোমবার নিজেই বিগ বি সোশাল অ্যাকাউন্টে ছবি পোস্ট করে এই সুখবর দিলেন। আইপিএলে শাহরুখ খান যেমন কেকেআরের মালিক, ঠিক সেভাবেই টি-টেনে মুম্বইয়ের দল কিনলেন অমিতাভ।
তিনি আদ্যোপান্ত ক্রিকেটপ্রেমী। তবে বিশ্বকাপ ফাইনালের আগে বলেছিলেন, তিনি ম্যাচ দেখলেই নাকি ভারত হেরে যায়। কিন্তু এবার তিনি নিজেই তারকাখচিত টুর্নামেন্টের কর্ণধার। X হ্যান্ডেলে বিগ বি জানান, মুম্বই দলটির মালিক হতে পেরে তিনি গর্বিত। দেশের বিভিন্ন প্রান্তের সুপ্ত প্রতিভাকে খুঁজে আনার এক অনন্য প্ল্যাটফর্ম হতে চলেছে এই টুর্নামেন্ট।
টেনিস বলে ভারতের প্রথম টি-টেন টুর্নামেন্ট হল আইএসপিএল। প্রথম পর্বের টুর্নামেন্ট ২ থেকে ৯ মার্চ হওয়ার কথা মুম্বইয়ে। ছটি দল মোট ১৯টি ম্যাচ খেলবে। মুম্বইয়ের পাশাপাশি হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা ও শ্রীনগর।
T 4864 –
For me an honour and a privilege to be with Mumbai as Team Owner, and to be privy to the surge of talent erupt , for a grand visionary future ..इस पहल की चहल , ज़िंदाबाद
जय हो !
जय हिन्द 🇮🇳REGISTER NOW at https://t.co/DJMqbmOv7S #GameChanger #TeamMumbai… pic.twitter.com/BpT65baqXh
— Amitabh Bachchan (@SrBachchan) December 18, 2023
অমিতাভের পাশাপাশি এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হচ্ছেন অক্ষয় কুমার, হৃত্বিক রোশনের মতো তারকাও। তাঁরা যথাক্রমে শ্রীনগর এবং বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির কর্ণধার। স্বাভাবিক ভাবেই বড় বড় নাম যুক্ত হওয়ায় এই টুর্নামেন্ট নিয়ে উত্তেজনার পারদ চড়ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.