সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের বিশ্বকাপে (2019 World Cup) তাঁকে দলে নেওয়া হয়নি। কারণ নির্বাচকদের মনে হয়েছিল, ‘থ্রি ডি ক্রিকেটার’ বিজয় শংকরই (Vijay Shankar) বিশ্বকাপে বেশি কার্যকরী হবেন। ভারতীয় ক্রিকেটের অন্যতম বিতর্কিত অধ্যায় নিয়ে দীর্ঘদিন পরে মুখ খুললেন বাদ পড়া আম্বাতি রায়ডু (Ambati Rayudu)। সাফ জানিয়ে দিলেন, কেন শংকরকে বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে সেটা আজও তাঁর বোধগম্য হয়নি। প্রসঙ্গত, বিশ্বকাপে সুযোগ পেলেও সেভাবে নজর কাড়তে পারেননি বিজয় শংকর।
বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পরে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি রায়ডুকে। সদ্যই আইপিএল জিতে সমস্ত রকম ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তারপরেই একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন মুম্বইয়ের ব্যাটার। তাঁর মতে, “সকলেই চায় ভারত জিতুক। আমাকে কেন দলের নেওয়া হয়নি সেটা আমি জানি না। মনে হয় আমাকে দলে না নিয়ে অজিঙ্কা রাহানের মতো অভিজ্ঞ ব্যাটারকে নেওয়া যেত। দলের উপকার হবে এমনই কাউকে নেওয়া উচিত ছিল।”
তবে বিজয় শংকরের বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত আক্রোশ নেই বলেই দাবি করেছেন রায়ডু। সাক্ষাৎকারে তিনি বলেন, “শংকরের বিরুদ্ধে আমার রাগ নেই। ও তো নিজের মতো ক্রিকেট খেলছিল। কিন্তু তাকে দলের নেওয়ার নেপথ্যে কী কৌশল ছিল, সেটাই বোঝা যায়নি। ৬ বা ৭ নম্বরে ব্যাট করা খেলোয়াড়কে কীকরে ৪ নম্বরে তুলে আনা যায়? আমি এটুকুই বলতে পারি, বিশ্বকাপের আগে খুব ভাল করে প্রস্তুতি নিয়েছিলাম। কেন আমাকে দলে রাখা হয়নি তার জবাব দিতে পারবেন নির্বাচকরা।”
প্রসঙ্গত ২০১৯ সালের বিশ্বকাপের দল ঘোষণার পর নির্বাচকদের দাবি ছিল, বিজয় শংকর আসলে ‘থ্রি ডি ক্রিকেটার’। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই সমান কার্যকরী। এই মন্তব্যের জবাবে স্মরণীয় একটি টুইট করেছিলেন রায়ডু। তিনি বলেন, “আমি এবার থ্রি ডি চশমা পরে বিশ্বকাপ দেখব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.