Advertisement
Advertisement
MS Dhoni

‘ওঁর নামে মন্দির হবে’, চেন্নাইয়ের ‘ভগবান’ ধোনিকে নিয়ে ভবিষ্যদ্বাণী প্রাক্তন সতীর্থের

এদেশে রাজনীতিবিদ, ফিল্মস্টারদের নামে মন্দির আছে। একমাত্র ক্রিকেটার হিসেবে কি তালিকায় নাম উঠবে ধোনির?

Ambati Rayudu believes Chennai might have temples of MS Dhoni in the future

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:May 13, 2024 2:13 pm
  • Updated:May 13, 2024 2:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ক্রিকেট যেন ধর্মের অন্য নাম। ক্রিকেটাররা সেখানে ঈশ্বরের সমান। কিন্তু কেমন লাগবে, যদি সত্যিই মন্দিরে দেবতা হিসেবে পুজো করা হয় তাঁদের? অন্তত একজন ক্রিকেটারের সঙ্গে সেটা হওয়া উচিত বলে মনে করেন অম্বতি রায়ডু (Ambati Rayudu)। তাঁর মতে, ভবিষ্যতে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নামে মন্দির তৈরি হবে।

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও তাঁকে নিয়ে উন্মাদনা কমেনি অনুরাগীরা মধ্যে। ৪২ বছর বয়সেও অনায়াসে চার-ছক্কা হাঁকান আইপিএলে। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) আর ধোনি যেন সমার্থক শব্দ। তাঁর জন্য গলা ফাটিয়ে শব্দমাত্রায় রেকর্ড গড়েন ভক্তরা। করবেন নাই বা কেন? চেন্নাইয়ের হলুদ জার্সিতে পাঁচবার আইপিএল জিতেছেন। দুবার জিতেছেন টি-২০ চ্যাম্পিয়ন্স লিগ। আর ২৮ বছর পরে ভারতের হাতে তুলে দিয়েছেন বিশ্বকাপ।

Advertisement

[আরও পড়ুন: ইচ্ছাকৃত বাধা! জাদেজার পাশে দলের কোচ, বিতর্কিত আউট নিয়ে কী বলছে আইসিসির নিয়ম?]

তাঁকে কীভাবে সম্মান জানানো উচিত? একটাই উপায় আছে বলে মনে করেন অম্বতি রায়ডু। চেন্নাই দলে তিনি দীর্ঘদিন খেলেছেন ধোনির অধিনায়কত্বে। রায়ডু বলেন, “ও চেন্নাইয়ের ভগবান। আমি নিশ্চিত ভবিষ্যতে চেন্নাইয়ে ওর মন্দির তৈরি হবে। ও ভারতকে বিশ্বকাপ দিয়েছে। আইপিএল আর চ্যাম্পিয়ন্স লিগ জিতে চেন্নাই ভক্তদের আনন্দে ভরিয়ে দিয়েছেন। ধোনি সবসময় প্লেয়ারদের আত্মবিশ্বাস দিয়েছে। ও যা করেছে, সব দেশ আর সিএসকের জন্য করেছে।”

[আরও পড়ুন: নতুন করে আবেদন করবেন না দ্রাবিড়! বিদেশি কোচের দিকেই ঝুঁকে বিসিসিআই?]

রায়ডুর ভবিষ্যদ্বাণী সত্যি হবে কিনা সেটা সময় বলবে। তবে ভারতে বেশ কয়েকজন তারকার নামে মন্দির রয়েছে। খোদ কলকাতায় আছে অমিতাভ বচ্চনের মন্দির। তেলেঙ্গানায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মার্বেলের মূর্তি রয়েছে। তামিলনাড়ুতেই আছে ‘থালাইভা’ রজনীকান্তের মূর্তি। কিন্তু কোনও ক্রিকেটারের মন্দির আজ পর্যন্ত তৈরি হয়নি। তাহলে কি একমাত্র ক্রিকেটার হিসেবে ‘থালা’র মন্দির তৈরি হবে? সেই প্রস্তাব কিন্তু উসকে দিলেন রায়ডু।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement