সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১৫। এই অল্প বয়সেই বিশ্বের জনপ্রিয়তম টি-টোয়েন্টি লিগের নিলামে নাম লিখিয়ে ফেলেছেন। এখানেই শেষ নয়। মিস্টার আইপিএলের থেকে প্রশংসাও আদায় করে ফেলেছেন। ২০২৩ সালের আইপিএলের মিনি অকশনের (IPL Auction) আগে চর্চা তাঁকে নিয়েই। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার আফগান অফস্পিনার, আল্লা মহম্মমদ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার মতে, সকলকে চমকে দিতে পারেন এই আফগান খেলোয়াড়।
আইপিএলের মঞ্চ থেকে বরাবরই নতুন তারকা পেয়েছে ক্রিকেটদুনিয়া। ২০২৩ সালের আইপিএলের আগেই সুরেশ রায়না বেছে নিলেন, কোন তরুণ প্রতিভা নজর কাড়তে পারেন আসন্ন টুর্নামেন্টে (IPL)। সেখানেই উঠে আসে মহম্মদের নাম। রায়না বলেন, ” মাত্র ১৫ বছর বয়স হলেও অফস্পিনার হিসাবে খুবই সাহসী এই আফগান খেলোয়াড়। শক্তিশালী ব্যাটারদের সামনে নিজের শক্তি অনুযায়ী বল করতে ভয় পায় না। সাম্প্রতিককালে আফগানিস্তান থেকে অনেক প্রতিভা উঠে আসছে।”
স্থানীয় টুর্নামেন্টে ভাল পারফরম্যান্স করার পরেই আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে সুযোগ পান মহম্মদ। ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলা শুরু করেন। সেখান থেকেই সকলের নজরে পড়েন এই টিনএজার। আইপিএল নিলামে তাঁর নাম নথিভুক্ত করা হয়। তবে কোনও দল তাঁকে নিলাম থেকে কিনবে কিনা, সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
শুধু আফগান ক্রিকেটারই নন, শুক্রবারের নিলামে চোখ থাকবে ইংল্যান্ডের স্যাম কারেনের দিকেও। পাঞ্জাব ও চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও হয়েছেন। তাঁরই জাতীয় দলের সতীর্থ বেন স্টোকসও থাকছেন আইপিএলের নিলামে। বিশ্বকাপ ফাইনালে তাঁর অনবদ্য ইনিংসে ভর করেই চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। এছাড়াও কেন উইলিয়ামসন, জেসন হোল্ডার, নিকোলাস পুরানের মতো সফল তারকারাও থাকবেন আইপিএল নিলামে। একঝাঁক ভারতীয় তারকাও নিলামের তালিকায় রয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.