Advertisement
Advertisement
Ajit Agarkar

বর্ডার-গাভাসকর ট্রফিতেই ভাগ্যনির্ধারণ বিরাট-রোহিতের! আগরকরকে বড়সড় দায়িত্বভার দিল বোর্ড

পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভেবে এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে বোর্ড।

Ajit Agarkar to stay back for Australia Tests
Published by: Subhajit Mandal
  • Posted:November 20, 2024 4:34 pm
  • Updated:November 20, 2024 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু কোচ গৌতম গম্ভীর নন। বর্ডার-গাভাসকর ট্রফির পারফরম্যান্সে উপর আরও দুজনের ভাগ্য নির্ভর করছে। একজন অধিনায়ক রোহিত শর্মা। অপরজন বিরাট কোহলি! বোর্ড সূত্রের খবর, নির্বাচনপ্রধান অজিত আগরকর বলে দেওয়া দেওয়া হয়েছে, বর্ডার-গাভাসকর ট্রফি শেষ না হওয়া পর্যন্ত তাঁকে অস্ট্রেলিয়াতেই থাকতে হবে। কোচ গৌতম গম্ভীরকে সঙ্গে নিয়ে আগামী দিনে লালবলের ক্রিকেটে রোডম্যাপ তৈরি করতে হবে।

অজিত আগরকর ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন। ভারতীয় দলের অনুশীলনেও দেখা গিয়েছে তাঁকে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, বর্ডার-গাভাসকর ট্রফির শেষ পর্যন্ত নির্বাচকপ্রধান অস্ট্রেলিয়াতেই থাকবেন। আগরকরকে বলে দেওয়া হয়েছে, গম্ভীরের সঙ্গে বসে লালবলের ক্রিকেটে ভারতের আগামী দিনের রোডম্যাপ কী হবে সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে নিতে। নাম জানাতে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলছেন, “আগরকর এবং গম্ভীর দুজনেকেই শক্তিশালী ব্যাকআপ তৈরি করতে অন্তত এক-দেড় বছর সময় দিতে হবে। তাছাড়া ভারতীয় দলে পদ্ধতিগত কী কী বদল দরকার সেই নিয়ে ওদের একমত হওয়াটাও দরকার।”

Advertisement

বোর্ড সূত্র বলছে, গম্ভীর এবং আগরকর দুজনেই জানেন নিউজিল্যান্ড সফরের খারাপ পারফরম্যান্সের জেরে সমালোচনার মুখে পড়তে হবে। সেটা হওয়াটা স্বাভাবিকও। দুজনে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করুক, আগামী দিনে ভারতীয় ক্রিকেটে কী কী বদল দরকার। বোর্ডের ওই কর্তাই বলছেন, সিনিয়র ক্রিকেটাররা এখনও ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এবার ভবিষ্যৎ ভাবতে হবে এবং কঠিন সিদ্ধান্তও নিতে হবে।

বোর্ডের ওই কর্তা বলছেন, “এই ক্রিকেটাররা (রোহিত-বিরাট) এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু একটা সময় তো কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। তবে যা-ই সিদ্ধান্ত নেওয়া হোক, সিনিয়রদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে।” বোর্ডের ওই কর্তা বলছেন, “ওরা নিজেদের কেরিয়ার নিয়ে কী ভাবছে সেটা ওদের কাছে জানতে চাওয়া হবে। কারণ নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। দুবছর বাদেই বিশ্বকাপ।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement