সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেতন শর্মার (Chetan Sharma) জায়গায় ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচকপ্রধান হতে পারেন অজিত আগরকর। নির্বাচকপ্রধান পদের জন্য যারা যারা আবেদন করেছেন, তাদের মধ্যে অভিজ্ঞতার নিরিখে আগরকরই সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে সূত্রের খবর।
স্টিং বিতর্কের জেরে গত ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচকপ্রধান পদ থেকে ইস্তফা দেন চেতন শর্মা। তারপর থেকে স্থায়ী নির্বাচকপ্রধানের পদ ফাঁকা। অস্থায়ী ভাবে নির্বাচকপ্রধান হিসাবে কাজ চালাচ্ছেন শিবসুন্দর দাস। সদ্যই বিসিসিআই (BCCI) ওই জাতীয় নির্বাচকপ্রধান পদের জন্য বিজ্ঞাপন দিয়েছিল। তাতে যারা যারা আবেদন করেছেন, তাদের মধ্যে অভিজ্ঞতার নিরিখে সবচেয়ে এগিয়ে আছেন আগরকরই (Ajit Agarkar)।
দেশের জার্সি গায়ে ২৬টি টেস্ট, ১৯১টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছেন আগরকর। সব ফরম্যাট মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ৩৪৯টি আন্তর্জাতিক উইকেট। শুধু হাত ঘুরিয়েই নয়, ব্যাটসম্যান হিসেবেও পেয়েছেন সাফল্য। করেছেন মোট ১৮৫৫ রান। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলেও অংশ নিয়েছেন। হাই প্রোফাইল প্রাক্তন এই ভারতীয় অল-রাউন্ডার জাতীয় নির্বাচকপ্রধান পদের জন্য আবেদন করেছেন। চেতন শর্মার জায়গায় তাঁকে জাতীয় নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যানের পদে দেখা যেতে পারে বলেই খবর। ক্রিকেট মহলের একাংশের মতে, জাতীয় নির্বাচকের পদে আগরকরের আসার সম্ভাবনা বেশ উজ্জ্বল। কারণ ক্রিকেটে প্রশাসনিক অভিজ্ঞতাও রয়েছে তাঁর। মুম্বই সিনিয়র নির্বাচন কমিটির চেয়ারম্যানের পদে ছিলেন তিনি।
আগরকর অবশ্য এর আগেও নির্বাচক হওয়ার জন্য আবেদন করেছিলেন। সেবারে নিয়মের গেরোয় আটকে যায় তাঁর নির্বাচক হওয়া। এবারেও একটা সামান্য বাধা আছে। পশ্চিমাঞ্চল থেকে এখন জাতীয় নির্বাচক রয়েছেন প্রাক্তন প্রাক্তন পেসার সলিল আঙ্কোলা। আগরকর প্রধান নির্বাচক হিসাবে মনোনীত হলে পশ্চিমাঞ্চল থেকে দু’জন থাকবেন জাতীয় নির্বাচক হিসাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.