ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট-আঘাত সমস্যায় দলের একাধিক খেলোয়াড় অনুপস্থিত। একেবারে ভাঙাচোরা দল নিয়ে অস্ট্রেলিয়ার (Australia) মাটিতেই অজিদের বধ করেছে টিম ইন্ডিয়া (Team India)। দেশে ফিরে তাই রাজকীয় অভ্যর্থনা অপেক্ষা করছিল রোহিত শর্মা (Rohit Sharma), আজিঙ্ক রাহানেদের (Ajinkya Rahane) জন্য। এমনকী রাহানেকে একটি কেকও কাটতে দেওয়া হয়, যার উপরের অংশটি আবার ক্যাঙারুর মতো দেখতে ছিল! যদিও রাহানে সেই কেকটি কাটেননি। যাঁরা কেকটি এনেছিলেন, তাঁদের স্পষ্ট ‘না’ও করে দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। ক্রিকেটভক্তরা প্রশংসাও করেন রাহানের এই কাজের।
কিন্তু কেন কেকটি কাটতে চাননি রাহানে? এ ব্যাপারে ওই সময় কিছু না বললেও পরবর্তীতে হর্ষ ভোগলকে দেওয়া সাক্ষাৎকারে কারণটি জানালেন ‘জিঙ্কস’। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। সেখানেই তিনি আজিঙ্ককে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। সঙ্গে লেখেন, “উপরের অংশটি ক্যাঙারুর মতো দেখতে কেকটি সেদিন কেন কাটেনি আজিঙ্ক? বরাবরই আমি ওকে এই প্রশ্নটি করতে চাইছিলাম। আসলে এই প্রশ্নের উত্তরে রাহানের জবাব শুনলেই বোঝা যাবে ও কেমন মানুষ?”
ভিডিওতে জবাবও দেন রাহানে। বলেন, “ক্যাঙারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু। আমি ওটা কখনওই করতে চাইনি। সবসময় প্রতিপক্ষকে সম্মান দিতে হয়। তা আপনি যতই ম্যাচ জিতুন কিংবা ইতিহাস তৈরি করুন। প্রতিপক্ষ এবং তাঁদের দেশকে সবসময় সম্মান জানানো উচিত। আর তাই আমি ওই কেকটি কাটার সিদ্ধান্ত থেকে সরে আসি। ” রাহানের এই বক্তব্য শোনার পরই ক্রিকেটপ্রেমীরাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
Always wanted to ask @ajinkyarahane88 about the cake he was offered with a kangaroo on it and why he refused to cut it. The small things that tell you more about a person. More of this conversation on his FB page. pic.twitter.com/YZwwQKlFJq
— Harsha Bhogle (@bhogleharsha) January 30, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.