সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশংসা হোক কিংবা সমালোচনা, কখনওই কিছু গায়ে মাখেন না তিনি। জীবনকে নিজের মতো করে বাঁচতেই ভালবাসেন। আসলে কোনও বিতর্ক তৈরি হলে তাঁর হয়ে গলা ফাটান তাঁর অনুরাগীরাই। কথা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির। যাঁকে নিয়ে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই ফুঁসে উঠলেন নেটিজেনরা। ধোনির হয়ে সুর চড়ালেন তাঁরাই।
বিষয়টা ঠিক কী? আসলে প্রাক্তন ভারত অধিনায়কের (MS Dhoni) বিমানযাত্রার একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তিনি বিমানে নিজের সিটে বসে ঘুমাচ্ছেন। আর তাঁর থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে এক বিমানসেবিকা পোজ দিচ্ছেন। এককথায় ক্যাপ্টেন কুলের সঙ্গে ছবি তোলার স্বপ্নপূরণ করছেন তিনি। সেই আনন্দেই তিনি আত্মহারা। তাঁর মুখের চওড়া হাসিই সে কথা বলে দিচ্ছে। কিন্তু ঘুমন্ত ধোনি পুরো বিষয়টা জানতেই পারেননি।
আর এখানেই আপত্তি ধোনির অনুরাগীদের। তাঁদের প্রশ্ন, কেন ঘুমন্ত অবস্থায় ধোনির ভিডিও করা হল? তিনি সেলিব্রিটি বলে কি বিমানেও তাঁর কোনও প্রাইভেসি থাকবে না? অনেকের আবার দাবি, কোনও যাত্রী নন, খোদ বিমানসেবিকাই এই কাণ্ড ঘটিয়েছেন। তাই বিমান সংস্থার উচিত তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া।
Cutest video of the day ❤️🫶#MSDhoni pic.twitter.com/7uSSJepSgM
— Chakri Dhoni (@ChakriDhoni17) July 29, 2023
এর আগে ধোনির বিমানযাত্রার একটি ভিডিও সামনে এসেছিল। যেখানে বিমানসেবিকার সঙ্গে অত্যন্ত মিষ্টি করে কথা বলতে দেখা গিয়েছিল ধোনিকে। তাঁর দেওয়া চকোলেটও গ্রহণ করেছিলেন মাহি। ভক্তের সঙ্গে ধোনির এমন মধুর আচরণ মুগ্ধ করেছিল অনুরাগীদের। আর সেই কারণেই তাঁর অজান্তে এবার বিমানসেবিকা যা করেছেন, তা কিছুতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.