Advertisement
Advertisement
Manish Pandey

সংসার ভাঙছে নাইট তারকার! চাহাল-ধনশ্রীর বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই নয়া ডিভোর্স জল্পনা

গত বছরের মাঝামাঝি সময় থেকেই কেকেআর তারকার দাম্পত্য জীবন টলমল বলে খবর।

After Yuzvendra Chahal, another Cricketer Manish Pandey and Ashrita Shetty spark divorce rumors
Published by: Arpan Das
  • Posted:January 10, 2025 6:55 pm
  • Updated:January 10, 2025 7:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই প্রকাশ্যে এসেছে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার বিচ্ছেদের গুঞ্জন। এবার কি ভাঙন আরও এক ক্রিকেটারের জীবনে? সোশাল মিডিয়ায় তীব্র চর্চা, মণীশ পাণ্ডে ও তাঁর আশ্রিতা শেট্টির জীবনেও নেমে এসেছে বিচ্ছেদের কালো মেঘ।

২০১৯ সালে বিয়ে হয় মণীশ ও আশ্রিতার। বিয়ের পর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। সোশাল মিডিয়ায় দুজনে একসঙ্গে ছবিও দিতেন। আশ্রিতা মডেলিংয়ের সঙ্গে যুক্ত। কয়েকটি তামিল সিনেমায় অভিনয়ও করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ছবিটা অন্যরকম। একসঙ্গে দুজনকে দেখা তো দূরের কথা, ছবিও দিচ্ছেন না তাঁরা। এমনকী সোশাল মিডিয়ায় একে-অপরকে আনফলো করে দিয়েছেন বলেই খবর। যা দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের।

Advertisement

দেশের হয়ে ৬৮টি ম্যাচ খেলেছেন তিনি। কেকেআরের হয়ে দুবার আইপিএল জিতেছেন। এবারও তাঁকে ৫০ লক্ষ টাকায় কিনে নিয়েছে নাইট রাইডার্স। জানা যাচ্ছে, গত বছরের মাঝামাঝি সময় থেকেই দুজনের সম্পর্ক টলমল। সোশাল মিডিয়া থেকে মণীশের সঙ্গে সমস্ত ছবি মুছে দিয়েছেন আশ্রিতা। সম্প্রতি, মণীশও ইনস্টাগ্রাম থেকে তাঁর স্ত্রীর সঙ্গে ছবি ডিলিট করে দিয়েছেন।

তবে বিচ্ছেদের জল্পনা নিয়ে প্রকাশ্যে তাঁরা কিছু বলেননি। এমনকী ইঙ্গিতপূর্ণ কোনও পোস্টও নেই। যেরকম ঘটেছে চাহাল ও ধনশ্রীর সম্পর্কের ক্ষেত্রে। তাঁদের এই নীরবতা বিতর্কের আগুনে আরও ঘি ঢালছে। মণীশ বহু বছর ধরে জাতীয় দলের লড়াইয়ের বাইরে। ব্যাটেও রান নেই। তাঁর মধ্যেই ৩৫ বছর বয়সি ক্রিকেটারের জীবনে বিচ্ছেদের ঝড়।

After Yuzvendra Chahal, another Cricketer Manish Pandey and Ashrita Shetty spark divorce rumors
মণীশ পাণ্ডে ও তাঁর স্ত্রী আশ্রিতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement