Advertisement
Advertisement
Team India

‘এসব বরদাস্ত নয়’, রোহিতদের নিম্নমানের খাবার নিয়ে ফুঁসছে BCCI, কী প্রতিক্রিয়া আইসিসির?

পশ্চিমী দেশগুলির থেকে আপ্যায়নে অনেক এগিয়ে ভারত, তোপ শেহওয়াগের।

After-practice food menu upsets Team India, ICC says looking into it | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 26, 2022 2:44 pm
  • Updated:October 26, 2022 6:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিডনিতে টিম ইন্ডিয়ার খাবারে অব্যবস্থা নিয়ে কড়া অবস্থান নিল বিসিসিআই (BCCI)। বিশ্বকাপের আয়োজক অর্থাৎ আইসিসিকে সাফ জানিয়ে দেওয়া হল, এই ধরনের অব্যবস্থা একেবারেই বরদাস্ত করা হবে না। বস্তুত শুধু বিসিসিআই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে রোহিতদের যে অব্যবস্থার শিকার হতে হচ্ছে, তা নিয়ে গোটা ভারতীয় ক্রিকেট মহলই সরব। চাপের মুখে আইসিসিও বিবৃতি দিয়ে জানিয়েছে, বিষয়টি তারা দেখছে।

সিডনিতে নেদারল্যান্ডস ম্যাচের আগে জোড়া সমস্যায় পড়তে হয়েছে ভারতীয় শিবিরকে। একে তো অনুশীলনের পর টিম ইন্ডিয়াকে (Team India) দেওয়া হয়েছে নিম্নমানের খাবার। খাবারের মধ্যে ছিল ফল-মূল আর ‌মাংসের তৈরি এক জাতীয় খাবার, যার নাম ‘ফালাফেল’। এমনকী স‌্যান্ডউইচ পর্যন্ত তৈরি করা ছিল না। খাবারের এ হেন অব‌্যবস্থা দেখে ভারতীয় ক্রিকেটাররা নাকি তীব্র বিরক্ত হন। এতটাই যে, না খেয়ে তাঁরা মাঠ ছেড়ে চলে যান। কোনও কোনও ক্রিকেটার বলে দেন যে, প্র‌্যাকটিস করে এসে শুধু স‌্যান্ডউইচ খেয়ে খিদে মেটানো সম্ভব নয়।

Advertisement

[আরও পড়ুন: টি-২০ থেকে অবসর নেওয়া উচিত কোহলির! পাকিস্তান হারতেই বিস্ফোরক শোয়েব]

এখানেই শেষ নয়, বৃহস্পতিবার নেদারল‌্যান্ডসের বিরুদ্ধে সিডনিতে খেলতে নামবে ভারত। কিন্তু সিডনি মাঠে কোহলিরা প্র‌্যাকটিস করার সুযোগ পাবেন না। তাঁদের যেতে হবে ৪২ কিলোমিটার দূরের ব্ল‌্যাকটাউনে। সিডনিতে বাকি সব দলকে অনুশীলনের সুযোগ দেওয়া হলেও ভারতকে দেওয়া হচ্ছে না। যা নিয়েও নাকি বেশ ভাল রকম ক্ষুব্ধ ভারতীয় টিম (Indian Cricket Team)। টিম ম্যানেজমেন্ট নাকি সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস ম্যাচের আগে অনুশীলনই করা হবে না। ক্রিকেটাররা ওই ৪২ কিলোমিটার ম্যাচের আগের দিন যাতায়াত করতে চাইছেন না।

[আরও পড়ুন: ‘ইয়ে ম্যায় কর লেতি হুঁ’, ঋষভ পন্থকে কটাক্ষের জবাবে কেন এমন বললেন ‘প্রেমিকা’ ইশা?]

স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার সঙ্গে এই অব্যবস্থা নিয়ে সরব হয়েছে বিসিসিআই। বোর্ডের এক সূত্র বলছে, “আইসিসিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের অব্যবস্থা বরদাস্ত করা হবে না। ক্রিকেটারদের অনুশীলনের পর ভাল মানের খাবার দিতে হবে।” শুধু বোর্ড কেন, বীরেন্দ্র শেহওয়াগের মতো কিছু প্রাক্তন তারকাও এ নিয়ে সরব হয়েছেন। বীরু যেমন বলছিলেন, অন্য দেশের ক্রিকেটাররা এ দেশে এসে যেমন আপ্যায়ন পান, এদেশের ক্রিকেটাররা অন্য দেশে গিয়ে তেমনটা পান না। পশ্চিমী দেশগুলির থেকে আপ্যায়নে অনেক এগিয়ে ভারত। চাপের মুখে আইসিসিও মুখ খুলেছে। আইসিসির (ICC) এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, সব দলকেই অনুশীলন শেষে একই ধরনের খাবার দেওয়া হচ্ছে। কারও জন্য বিশেষ ব্যবস্থা করা হয়নি। তবে, ভারত যখন অভিযোগ জানাচ্ছে, তখন সবটা খতিয়ে দেখা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement