সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর দুয়েক আগে ক্রিকেটপ্রেমীদের মন খারাপ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন এবি ডিভিলিয়ার্স। তারপর বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টিয়েন্টি লিগে খেলতে দেখা গিয়েছে প্রোটিয়া কিংবদন্তিকে। কিন্তু এবার তাঁর ভক্তদের জন্য সুখবর দিলেন ফ্যাফ ডু প্লেসি। জানিয়ে দিলেন, সব ঠিকঠাক থাকলে অবসর ভেঙে ফের জাতীয় দলে ফিরবেন এবি। শুধু তাই নয়, আগামী বছর অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে দেখা যেতে পারে ডিভিলিয়ার্সকে।
সদ্য দক্ষিণ আফ্রিকার কোচের পদে যোগ দেওয়া মার্ক বাউচার এর আগে ডিভিলিয়ার্সের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। এবার একই কথা শোনা গেল ব্যাটসম্যান ফ্যাফ ডু প্লেসির মুখেও। প্রোটিয়া তারকা জানান, এ নিয়ে কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে কয়েক মাস আগেই। তবে বিশ্বকাপে খেলার জন্য আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে খেলতে হবে এবিকে। ফ্যাফের কথায়, “টি-টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশি দেরি নেই। তার আগে বেশি টি-২০ আন্তর্জাতিক সিরিজও নেই। মাস দুই-তিন আগেই এ নিয়ে (এবির কামব্যাকের বিষয়) আলোচনা হয়েছে। আবার টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে কথা হবে।”
উল্লেখ্য, চলতি বছর ইংল্যান্ড বিশ্বকাপের আগে একাধিক তারকা ক্রিকেটার অবসর ঘোষণা করায় বেশ চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই সময়ও অনেকে এবিকে অবসর ভেঙে দলে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তখন বিষয়টি নিয়ে ভাবেননি মিস্টার ৩৬০। যা নিয়ে বেশ বিতর্কের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। তবে এবার হয়তো অনুরাগীদের আশা পূরণ হতে চলেছে।
এমএসএলে (Mzansi Super League) ভাল ফর্মেই দেখা গিয়েছে ডিভিলিয়ার্সকে। এবার তিনি অস্ট্রেলিয়া যাচ্ছেন বিগ ব্যাশ লিগে যোগ দিতে। আগামী বছর আইপিলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি গায়ে খেলার কথা তাঁর। তবে বিশ্বকাপে সত্যিই তিনি খেললে জাতীয় দলে দ্রুত যোগ দিতে হবে। দেশের হয়ে টি-টোয়েন্টি সিরিজও খেলতে হবে। এবার দেখার শেন ওয়ার্ন কিংবা শাহিদ আফ্রিদির মতো অবসরকে আলবিদা জানিয়ে এবি দলে ফেরেন কি না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.