Advertisement
Advertisement
Cricket

টেস্ট কেরিয়ারে নামের পাশে ক’টা উইকেট চাই, বুমরাহকে টার্গেট বেঁধে দিলেন যুবরাজ

জিমি অ্যান্ডরসনকে শুভেচ্ছা জানিয়ে বিপাকে বুমরাহ!

After James Anderson’s 600 Test wickets, Yuvraj Singh sets a 'minimum' target for Jasprit Bumrah
Published by: Abhisek Rakshit
  • Posted:August 26, 2020 3:04 pm
  • Updated:August 26, 2020 5:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ টেস্ট ক্রিকেটে অনন্য নজির গড়েছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন (James Anderson)। প্রথম পেসার হিসেবে ৬০০ উইকেট পাওয়ার নজির গড়েছেন তিনি। আর সেজন্য বিভিন্ন মহল থেকে শুভেচ্ছাবার্তাও পেয়েছেন অ্যান্ডারসন। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। তবে এর পাশাপাশি নিজের প্রাক্তন সতীর্থ এবং ভারতের জাতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহর জন্যও নতুন লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন যুবি। বুমরাহর কাছে তাঁর দাবি, ভারতীয় পেসার যেন টেস্ট ক্রিকেটে অন্তত ৪০০ উইকেট নেন।

[আরও পড়ুন: বিশ্বের প্রথম পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন জেমস অ্যান্ডারসন]

মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে অ্যান্ডারসন এই কৃতিত্ব গড়তেই বুমরাহ নিজের টুইটার হ্যান্ডেল থেকে শুভেচ্ছা জানান ইংল্যান্ডের পেসারকে। লেখেন, ‘‌‘‌তোমার এই অনন্য নজিরের জন্য অসংখ্য অভিনন্দন। ক্রিকেটের প্রতি তোমার প্যাশন সত্যিই অতুলনীয়। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।’‌’ এরপরই বুমরাহর টুইটের পালটা জবাব দেন যুবি। লেখেন, ‘‌‘‌তোমার লক্ষ্যমাত্রা অন্তত ৪০০ উইকেট।’‌’‌‌

Advertisement

 

এর আগে অ্যান্ডারসনকে শুভেচ্ছা জানাতে যদিও ভোলেননি যুবরাজ। ইংরেজ পেসারের উদ্দেশে তিনি লেখেন, ‘‌‘‌কখনও ভাবিনি একজন পেসার টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের মালিক হবে। শুধু সংখ্যা দিয়ে বিচার করলে হবে না। স্লো হোক বা ফাস্ট, পিচে বাউন্স থাকুক বা না থাকুক, বল সুইং করুক বা না করুক–অ্যান্ডারসনের বোলিংয়ের উপর কখনও কোনও প্রভাব পড়েনি। সত্যিই তুমি সর্বকালের সেরা।’‌’

২০০৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে শুরু। দীর্ঘ ১৭ বছরের টেস্ট কেরিয়ারে বহুবার বল হাতে বিপক্ষের ত্রাস হয়ে উঠতে দেখা গিয়েছে জেমস অ্যান্ডারসনকে। তাঁর সিম আর সুইংয়ে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরাই। ঝুলিতে থাকা ৬০০টি উইকেটের মধ্যে ১১০টিই ভারতীয় ক্রিকেটারদের। তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ১০৪টি উইকেট অ্যান্ডারসনের দখলে। পাঁচদিনের ফরম্যাটে ইংলিশ পেসার বিরুদ্ধে খেলতে গিয়ে হিমশিম খেতে হয়েছে দক্ষিণ আফ্রিকা (৮৩), ওয়েস্ট ইন্ডিজ (৮৭) এবং পাকিস্তানকেও (৭৩)। ৩৮৩টি অর্থাৎ বেশিরভাগ উইকেটই পেয়েছেন দেশের মাটিতে। অস্ট্রেলিয়াতেও দারুণ সফল অ্যান্ডারসন। পেয়েছেন ৫০টিরও বেশি উইকেট।

[আরও পড়ুন: চিকিৎসার বিল মেটাতে নাজেহাল, প্রিয় ব্যাটমিস্ত্রী আশরাফ চাচার পাশে দাঁড়ালেন ‌শচীন]

পেসার হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক হওয়ার পাশাপাশি আরও একটি নজির গড়লেন তিনি। গ্লেন ম্যাকগ্রার সঙ্গে যুগ্ম পেসার হিসেবে টেস্টে ২০ বার পাঁচটি করে উইকেট নেওয়ার রেকর্ডও গড়লেন তিনি। এই তালিকার শীর্ষে রয়েছেন কিংবদন্তি কিউয়ি পেসার রিচার্ড হ্যাডলি। এই অনন্য নজির গড়ার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন জিমি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং হয়ে উঠেছেন। টেস্টে সর্বোচ্চ উইকেট প্রাপকের তালিকায় আপাতত তাঁর সামনে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরণ, অজি তারকা শেন ওয়ার্ন এবং ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে রয়েছেন।‌

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement