Advertisement
Advertisement
আফগানদের কাছে হার বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেটের লজ্জার দিন, শাকিবদের বিরুদ্ধে টেস্ট জিতে ইতিহাসে আফগানরা

নয়া নজির রশিদ খানের, লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ।

Afghanistan registered an emphatic win over Bangladesh
Published by: Subhajit Mandal
  • Posted:September 9, 2019 6:41 pm
  • Updated:September 9, 2019 8:13 pm

আফগানিস্তান: ৩৪২, ২৬০

বাংলাদেশ: ২০৫, ১৭৩ (শাকিব ৪৪, রশিদ খান, ৬-৪৯)

Advertisement

আফগানিস্তান ২২৪ রানে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে লজ্জাজনক দিন। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে পরাস্ত হলেন শাকিবরা। আফগানদের বিরুদ্ধে খেলতে নামা একমাত্র টেস্টে রশিদ খানের ঘূর্ণির সামনে অসহায়ভাবে ধরা দিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ফলস্বরূপ আফগানরা জিতলেন ২২৪ রানের বিশাল ব্যবধানে।

[আরও পড়ুন: বধূ নির্যাতন মামলায় চাপে শামি! আমেরিকা থেকেই নিচ্ছেন উকিলের পরামর্শ]

বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা দাবি করেন, তাদের দল এখন ভারতকে টক্কর দেওয়ার মতো জায়গায় পৌঁছে গিয়েছে। বাস্তবিকক্ষেত্রেই গত কয়েক বছরে বেশ খানিকটা উন্নতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। কোনও বড় টুর্নামেন্ট না জিতলেও, বিচ্ছিন্নভাবে বড় দলগুলিকে ভালই বেগ দিয়েছে বাংলা টাইগাররা। বিশ্বকাপেও তাদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। কিন্তু, বাংলাদেশ ক্রিকেটের মূল সমস্যা ধারাবাহিকতার অভাব। আবারও সেই ধারাবাহিকতার অভাব প্রকট হল শাকিবদের খেলায়। ঘরের মাঠে আফগানদের মতো টেস্ট ক্রিকেটে সদ্য পা রাখা দলের কাছে হেরে গেলেন মুশফিকুররা।

এই ম্যাচে নেমেই বিরল রেকর্ড গড়েছিলেন আফগান অধিনায়ক রশিদ খান। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্ট দলের অধিনায়কত্ব করার অনবদ্য রেকর্ড দখলে চলে গিয়েছিল তাঁর। নিজের রেকর্ডের ম্যাচটি আরও স্মরণীয় করে তুললেন আফগান মহাতারকা। প্রথম ইনিংসে তিনি দখল করেছিলেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে দখল করলেন ৬ টি।

[আরও পড়ুন: পাকিস্তানের হয়ে খেলছেন কোহলি! ভিডিওটি দেখলে ভারতীয় হিসেবে ক্ষুব্ধ হবেন আপনিও]

রহমত শাহর দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৩৪২ রান করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে রশিদের ঘূর্ণির সামনে মাত্র ২০৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন মমিনুল। দ্বিতীয় ইনিংসে ইব্রাহিম জাদরানের অনবদ্য অর্ধশতরান আফগানদের পৌঁছে দেয় ২৬০ রানে। জয়ের জন্য শেষ ইনিংসে বাংলাদেশের টার্গেট ছিল ৩৯৮ রান। কিন্তু, আবারও রশিদের ঘূর্ণির সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করেন শাকিবরা। শেষদিনের বৃষ্টিও বাঁচাতে পারেনি তাদের। পঞ্চম দিনের মাত্র ৪ ওভার বাকি থাকতে হার মানে টাইগাররা। বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৭৩ রানে।

এই ম্যাচে একাধির রেকর্ডের মালিক হলেন রশিদ। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্ট জিতলেন তিনি। একমাত্র ক্রিকেটার যিনি অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই ১০ উইকেট নিলেন। একটি লজ্জার রেকর্ডের মালিক হল বাংলাদেশও। প্রথম দেশ হিসেবে দশটি আলাদা আলাদা দেশের বিরুদ্ধে টেস্ট হারল তাঁরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement