Advertisement
Advertisement
Adelaide pitch

পিচে ৬ মিলিমিটার ঘাস, প্রথম দিনই বৃষ্টির ভ্রুকুটি! অ্যাডিলেডে সিমের কার্পেটে স্বাগত রোহিতদের

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কী জানালেন পিচ কিউরেটর?

Adelaide pitch curator talks conditions for 2nd Test

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:December 4, 2024 11:43 am
  • Updated:December 4, 2024 11:43 am  

দেবাশিস সেন, অ্যাডিলেড: গোপনীয়তা বজায় রেখে অ্যাডিলেডের পিচ নিয়ে রহস্য বাড়িয়েছিলেন কিউরেটর দামিয়ান হু। তবে শুক্রবার ম্যাচ শুরুর আগে সোজা সাপ্টা জানিয়ে দিলেন, পিঙ্ক বল টেস্টের উইকেটে থাকবে ৬ মিলিমিটার ঘাস। অর্থাৎ সিমের কার্পেট বিছিয়ে স্বাগত জানানো হবে রোহিত শর্মাদের! এখানেই শেষ নয়, দ্বিতীয় টেস্টের প্রথমদিন বৃষ্টির সম্ভাবনার কথাও শুনিয়ে রাখলেন হু। যাতে বদলে যেতে পারে পিচের রূপ।

পারথ টেস্টে ২৯৫ রানে অজি বাহিনীকে হারিয়ে বর্ডার গাভাসকর ট্রফির শুরুটা দাপটের সঙ্গেই করেছে টিম ইন্ডিয়া। তবে অ্যাডিলেডে অপেক্ষা করছে অ্যাসিড টেস্ট। কারণ এ মাঠেই রয়েছে ৩৬ রানে অলআউট হওয়ার সেই ভয়ংকর স্মৃতি। এবারও কি পেস সহায়ক পিচই তৈরি হয়েছে? বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হু বলেন, সিমারদের জন্য আদর্শ পিচ। তবে ব্যাটার, পেসার এবং স্পিনাররা যাতে প্রত্যেকেই পারফর্ম করতে পারেন, তেমনটা চিন্তা করেই ব্য়ালেন্সড পিচ বানানো হয়েছে। যদিও আবহাওয়া বদলালে সিমাররাই বেশি ফায়দা পাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন কিউরেটর।

Advertisement

শুক্রবার পিঙ্ক বল টেস্টের প্রথম দিন অ্যাডিলেডে ৮৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যাতে ঘাসে ঢাকা পিচে সুইং আর সিমের রাজত্ব চলবে। হুয়ের কথায়, “ইতিহাসই বলছে, অ্যাডিলেডে ফ্লাড লাইটে খেলা বেশ কঠিন। পিচে ৬ মিলিমিটার ঘাস থাকবে। দর্শকরা যাতে একটা ভালো লড়াই দেখতে পায়, তেমন ভাবেই পিচ তৈরি হয়েছে।” সঙ্গে যোগ করেন, “গতবার ভারতীয় দল যখন এখানে খেলতে এসেছিল, তখন পিচের বিশেষ ভূমিকা ছিল না। বরং সম্পূর্ণ কৃতিত্ব ছিল অজি বোলারদেরই। তবে এবার আবহাওয়া ঠিক থাকতে বল ঘুরবে।”

পারথ টেস্টে বাউন্সি পিচে প্রথমে ব্যাট করে বেগ পেতে হয়েছিল জশপ্রীত বুমরাহদের। তবে দ্বিতীয় ইনিংসে পিচের আচরণ একেবারে বদলে গিয়েছিল। যাতে চালিয়ে খেলেন যশস্বী, রাহুল, বিরাট কোহলিরা। তবে অ্যাডিলেডে গত রবিবার দেখা গিয়েছিল, বোলিং সহায়ক কঠিন পিচ বানানোর জন্য হাইড্রাগ্লাইড রোলার ব্যবহার করছেন কিউরেটর। আড়াআড়িভাবে রোলার চালানো হয়েছে, যাতে কোনওভাবেই পিচ না ভাঙে। অর্থাৎ ভারতীয় স্পিনাররা যেন বিপাকে ফেলতে না পারেন অজিদের। এবার দেখার দিন-রাতের টেস্টে পেস সহায়ক পিচ থেকে কোন দল সুবিধা পায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement