Advertisement
Advertisement
Women's IPL BCCI

মহিলাদের আইপিএলে সবচেয়ে দামি দল কিনল আদানিরা, মোটা লক্ষ্মীলাভ বোর্ডের

মহিলাদের আইপিএলে নেই কলকাতার দল।

Adani bags Ahmedabad team for Rs 1290 crore in Women's IPL , huge income for BCCI। Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:January 25, 2023 4:16 pm
  • Updated:February 7, 2023 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষদের আইপিএলে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের খেলার সময়ে গান বাজে, ‘করব, লড়ব জিতব রে।’ খেলা শেষ হওয়ার পরে শহরের রাজপথে উৎসাহী ভক্তদের ভিড় দেখা যায়।

মহিলাদের আইপিএল (Women’s IPL) এবারই প্রথম হবে। পাঁচটি শহরের পাঁচটি দল অংশ নেবে মহিলাদের আইপিএলে। আহমেদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি এবং লখনউ শহরের দল মহিলাদের আইপিএলে খেললেও কলকাতার কোনও দলই থাকছে না। মহিলাদের আইপিএল খেলবে কোন পাঁচটি শহরের দল, তা আজই ঠিক হয়ে গেল।

Advertisement

[আরও পড়ুন: জীবনের শেষ ট্রফির একধাপ দূরে, অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে সানিয়া]

আদানি গ্রুপ ১২৮৯ কোটি টাকার বিনিময়ে দল কিনেছে। এই দলের দাম সবথেকে বেশি। আদানি গোষ্ঠীর দল খেলবে আহমেদাবাদ শহর থেকে। 

ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড ৯১২ কোটি টাকার বিনিময়ে দল কিনেছে। এই দল মুম্বই শহর থেকে খেলবে।

রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড ৯০১ কোটি টাকার বিনিময়ে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। ৮১০ কোটি টাকার বিনিময়ে দল কিনেছে তারা। দিল্লি থেকে খেলবে দলটি।

অন্যদিকে ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিংস প্রাইভেট লিমিটেড ৭৫৭ কোটি টাকার বিনিময়ে দল কিনেছে। লখনউ থেকে আইপিএল খেলবে দলটি। 

 

পাঁচ-পাঁচটি দল বিক্রি করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বেশ ভাল লক্ষ্মীলাভ হল। পাঁচটি দল বিক্রি করে বোর্ডের কোষাগারে ৪৬৬৯ কোটি টাকা ঢুকল। বিশাল অর্থের আগমন ঘটল বোর্ডের কোষাগারে। জয় শাহ টুইট করেছেন, ”আজকের দিনটা ভারতীয় ক্রিকেটে সবঅর্থেই ঐতিহাসিক। ২০০৮ সালে পুরুষদের আইপিএলের প্রথম সংস্করণ ছিল। ২০০৮ সালের সেই রেকর্ড ভেঙে দিল এদিনের মহিলাদের আইপিএল। আমাদের কোষাগারে ৪৬৬৯.৯৯ কোটি টাকা এল। যাঁরা দল কিনেছেন তাঁদের সবাইকে অভিনন্দন জানাই। মহিলাদের ক্রিকেটে বিপ্লব হল, এক কথায় তা বলাই যায়।”

[আরও পড়ুন: বিশ্বকাপের আগে নজর কাড়ছেন ভারতীয়রা, ICC ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে সিরাজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement