Advertisement
Advertisement
Rishabh Pant

আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি পন্থের, ক্ষুব্ধ গিলক্রিস্ট বললেন, ‘ওর জরিমানা হওয়া উচিত’

আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে কেন জড়িয়ে পড়লেন পন্থ?

Adam Gilchrist was not happy with Rishabh Pant arguing with the umpire

আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন পন্থ। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 13, 2024 10:57 am
  • Updated:April 13, 2024 10:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র সমালোচিত দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। ম্যাচ চলাকালীন আম্পায়ারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা কাটাকাটি চালিয়ে যাওয়ায় দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে জরিমানা করা উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist)।

শুক্রবার আইপিএলে দিল্লির ম্যাচ ছিল লখনউয়ের। লখনউ সুপার জায়ান্টস ম্যাচের চতুর্থ ওভারের ঘটনা। ইশান্ত শর্মার একটি ডেলিভারি ওয়াইড দেন আম্পায়ার। সেই সিদ্ধান্ত পছন্দ হয়নি পন্থের। ডিআরএসের আবেদন করেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক।

Advertisement

[আরও পড়ুন: ‘চোট লুকিয়ে রেখেছে পাণ্ডিয়া’, মুম্বই অধিনায়ককে বল করতে না দেখে সন্দিহান ডুল]

টিভি আম্পায়াররা সিদ্ধান্তে এসে উপনীত হন, বল ব্যাটারের শরীরের কোনও অংশ স্পর্শ করেনি। এমনকী ব্যাটও ছোঁয়নি। পন্থ আম্পায়ারের সিদ্ধান্ত খুশি হতে পারেননি। আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন দিল্লি। আম্পায়ারকে বলতে থাকেন, স্নিকোমিটার কেন নেওয়া হল না। ধারাভাষ্যকাররা পর্যন্ত বুঝতে পারেননি পন্থ আর আম্পায়ার কেন দীর্ঘসময় ধরে কথা বলছেন। আম্পায়ারের সঙ্গে পন্থের কথা কাটাকাটি পছন্দ হয়নি প্রাক্তন অজি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের। তিনি বলেন, ”আম্পায়াররা আরও একটু ভালো ভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারতেন। রিভিউ নিয়ে ঋষভ দীর্ঘক্ষণ কথা বলছিল আম্পায়ারের সঙ্গে। বুঝতে পারছি রিভিউ কল নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু তাই বলে প্রায় ৩-৪ মিনিট ধরে কথা বলবে কেন? খুব সাধারণ এবং স্বাভাবিক একটা আলোচনা বলেই আমার মনে হয়েছে। কিন্তু পন্থ দীর্ঘক্ষণ ধরে কথা বলে চলছিল। ওকে জরিমানা করা উচিত ছিল।” 

[আরও পড়ুন: ওপেনার নারিনের পুনর্জন্ম, নেপথ্যে গম্ভীরের ‘মাস্টারস্ট্রোক’]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement