Advertisement
Advertisement

Breaking News

Adam Gilchrist

ঋষভ-সঞ্জু নাকি ঈশান, বিশ্বকাপে ভারতের উইকেট কিপার কে? বেছে নিলেন প্রাক্তন অজি তারকা

আইপিএল শেষ হলেই বেজে উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা।

Adam Gilchrist picks India's wicketkeeper option for T20 World Cup

ঋষভ-পন্থ-ঈশান

Published by: Arpan Das
  • Posted:April 13, 2024 7:09 pm
  • Updated:April 13, 2024 7:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) শেষ হলেই বেজে উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) দামামা। আইপিএলের খেতাবি যুদ্ধের মধ্যেই অনেকে বেছে নিচ্ছেন ভারতীয় দলের প্রথম একাদশ কীরকম হবে? উইকেটের পিছনে দস্তানা হাতেই-বা দায়িত্ব সামলাবেন কে? এবার কিংবদন্তি অজি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) বেছে নিলেন ভারতীয় দলে তাঁর পছন্দের কিপারকে।

বিশ্বকাপে ভারতীয় দলের উইকেট কিপার হওয়ার দৌড়ে তিনি এগিয়ে রাখছেন তিনজনকে। তাঁরা হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson), ঈশান কিষান (Ishan Kishan) এবং ঋষভ পন্থ (Rishabh Pant)। চলতি আইপিএলে তিন কিপারই ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিচ্ছেন। দুর্ঘটনা থেকে ফিরে ধীরে ধীরে পুরনো ছন্দে দেখা যাচ্ছে ঋষভকে। লখনউয়ের বিরুদ্ধে ২৪ বলে বিধ্বংসী ৪১ রান করেন দিল্লি অধিনায়ক। ঈশান কিষান এই মুহূর্তে মুম্বই দলের সর্বোচ্চ রান স্কোরার। তবে সবচেয়ে ভালো ফর্মে আছেন সঞ্জু স্যামসন। ৬ ম্যাচে ২৪৬ রান করেছেন রাজস্থান অধিনায়ক। তার মধ্যে আছে ৩টি অর্ধশতরান।

Advertisement

[আরও পড়ুন: নিজের হাতে ধাওয়ানদের একশোর বেশি আলু পরোটা বানিয়ে খাওয়ালেন প্রীতি, কিন্তু কেন?]

এঁদের মধ্যে থেকেই একজনকে দস্তানা হাতে বিশ্বকাপে দেখতে চান গিলক্রিস্ট। এক্ষেত্রে তিনি এগিয়ে রাখছেন দিল্লি অধিনায়ককে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার-উইকেট কিপারের মতে, “আমার মনে হয় ঋষভ পন্থ অবশ্যই দলে থাকবে। তার সঙ্গে আমি সঞ্জু স্যামসনকেও দলে রাখতে চাই। নিঃসন্দেহে ঈশানও এই মুহূর্তে ভালো ছন্দে আছে। তবে আমি এগিয়ে রাখব ঋষভকে। এখনও যদি ওকে দলে না নেওয়া হয়, তাহলে দ্রুত ওকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক।” যদিও নির্বাচকদের কাজটা কঠিন বলেই মনে করেন গিলক্রিস্ট।

২ জুন থেকে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে কুড়ি-কুড়ির লড়াই। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৯ তারিখ দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হতে হবে পাকিস্তানের। টুর্নামেন্টের ফাইনাল ২৯ জুন।

[আরও পড়ুন: নাইট ম্যাচের আগে চমক লখনউয়ের, ইডেনে সবুজ-মেরুন জার্সি পরবেন রাহুলরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement