ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মডেলের আত্মহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্রিকেটার অভিষেক শর্মাকে (Abhishek Sharma) জেরা করল গুজরাট পুলিশ। তদন্তের জন্য আবারও তাঁকে তলব করা হবে বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রয়াত মডেল তানিয়া সিংয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল ক্রিকেটারের।
গত ১৯ ফেব্রুয়ারি সুরাটের ভাসু এলাকায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মডেল তানিয়া সিংয়ের ঝুলন্ত দেহ। ঘর থেকে সুইসাইড নোট পাননি তদন্তকারীরা। তবে তানিয়ার ফোন থেকে একাধিক তথ্য পেয়েছে পুলিশ। তাঁর কল রেকর্ড ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হয়। সেখান থেকেই তদন্তকারীরা নিশ্চিত হন, তানিয়ার সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ক্রিকেটারের সম্পর্ক ছিল। পুলিশ সূত্রে খবর, হোয়াটসঅ্যাপে অভিষেককে মেসেজ করেছিলেন তানিয়া। কিন্তু উত্তর দেননি তারকা ক্রিকেটার। উলটে ব্লক করে দিয়েছিলেন।
মডেলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই কার্যত উধাও হয়ে যান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অভিষেক। প্রাথমিকভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে পুলিশ সূত্রে বলা হয়, তানিয়ার ফোন থেকে যাদের নাম পাওয়া গিয়েছে তাদের তলব করে বয়ান রেকর্ড করবে পুলিশ। বেশ কিছুদিন তদন্ত চলার পরে জানা যায়, দীর্ঘদিন তানিয়ার সঙ্গে যোগাযোগ ছিল অভিষেকের। তার পরেই মঙ্গলবার তাঁকে জেরার জন্য তলব করে পুলিশ।
প্রায় চার ঘণ্টা ধরে তারকা ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। তবে আগামী দিনে আবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ তানিয়ার ফোন থেকে নানা তথ্য মিলেছে। সুরাট পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভি আর মালহোত্রার কাছে বয়ান রেকর্ড করান অভিষেক। দুজনের প্রথম দেখা হওয়া থেকে শুরু করে সম্পর্কের নানা সময় নিয়ে প্রশ্ন করা হয় ক্রিকেটারকে। জেরার শেষে তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, মডেলের আত্মহত্যা মামলায় আবারও ডেকে পাঠানো হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.