সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ট্রাইক রেট ২৭০। মাত্র ৩৭ বলে সেঞ্চুরি। রবিবার এমনই এক দুরন্ত ইনিংসের সাক্ষী থাকল ওয়াংখেড়ে। বিশ্বজয়ের মাঠে এদিন চার-ছক্কার ফুলঝুরি ফোটালেন অভিষেক শর্মা। তরুণ তুর্কির দাপটে কচুকাটা হল ইংরেজদের বোলিং লাইন আপ। তবে অল্পের জন্য রোহিত শর্মার রেকর্ড ছুঁতে পারলেন না অভিষেক। ভারতীয় হিসাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন আন্তর্জাতিক টি-২০তে।
রবিবার ওয়াংখেড়েতে নিয়মরক্ষার ম্যাচে খেলতে নেমেছে ভারত এবং ইংল্যান্ড। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তারপরেই সংহারমূর্তি ধারণ করলেন অভিষেক। ক্রিজের অন্যদিকে একের পর এক উইকেট পড়তে থাকলেও অভিষেকের মারকুটে মেজাজে মোটেই ভাটা পড়েনি। ইংল্যান্ডের বোলিং আক্রমণে যে আসুক না কেন, তাঁর ডেলিভারি পিটিয়ে ছাতু করে দিয়েছেন তরুণ ওপেনার। মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে। সেঞ্চুরি পূর্ণ করেন ৩৭ বলে।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচেও দারুণ আগ্রাসী ইনিংস খেলেছিলেন অভিষেক। তাঁর ব্যাটিংয়েই জয় নিশ্চিত করে ভারত। পরের তিনটি ম্যাচে রান করলেও সেভাবে নজর কাড়তে পারেননি অভিষেক। তবে শেষ ম্যাচে এসে ফের জ্বলে উঠলেন আগ্রাসী ব্যাটার। ৬টি বাউন্ডারি আর ১০টি ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেছেন।
ভারতীয় হিসাবে আন্তর্জাতিক টি-২০তে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে রোহিতের দখলে। ৩৫ বলে শতরান পূরণ করেছিলেন। তবে এদিন ঝোড়ো ব্যাটিং করলেও সেই রেকর্ড ছুঁতে পারলেন না অভিষেক। ভারতীয় হিসাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। এদিন ম্যাচ দেখতে হাজির ছিলেন আমির খানের মতো তারকারা। তাঁদের সামনে আরও উজ্জ্বল তারা হয়ে উঠলেন তরুণ তুর্কি অভিষেক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.