অভিমন্যুর দুরন্ত দ্বিশতরান। মনোজকে গার্ড অফ অনার। ছবি সায়ন্তন ঘোষ
বিহার (প্রথম ইনিংস) ৯৫
বাংলা (প্রথম ইনিংস) ৪১১/৫ (ডিক্লেয়ার্ড) (অভিমন্যু ২০০ অপরাজিত, মনোজ ৩০)
বিহার (দ্বিতীয় ইনিংস) ৩২/১
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনোজ তিওয়ারির (Manoj Tiwary) আবেগের কুম্ভে অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran) ডাবল সেঞ্চুরি। তাঁর দুরন্ত ইনিংসের সৌজন্যে বাংলা শিবির রানের পাহাড়ের বোঝা চাপাল বিহারের উপরে। দ্বিতীয় দিনের শেষে পরিস্থিতি যা তাতে মনোজ তিওয়ারির প্রথম শ্রেণির কেরিয়ারের শেষ ম্যাচে জয়ের গন্ধ পেতে শুরু করেছে বঙ্গব্রিগেড। সব ঠিকঠাক থাকলে শেষ ম্যাচ জিতেই মাঠ ছাড়বেন বহু যুদ্ধের সৈনিক মনোজ তিওয়ারি।
শুক্রবার ৯৫ রানে বিহারের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে বাংলার (Bengal Cricket Team) রান ছিল ২ উইকেটে ১১১। শনিবার বাংলা ৫ উইকেটে ৪১১ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে বিহারের রান এক উইকেটে ৩২। মুকেশ কুমার শুরুতেই ধাক্কা দেন বিহারের ইনিংসে। দ্বিতীয় দিনের শেষে বাংলা এগিয়ে রয়েছে ২৮৪ রানে। অ্যাডভান্টেজ বাংলা একথা বললেও অত্যুক্তি করা হবে না।
প্রথম দিনের শেষে অভিমন্যু ঈশ্বরণ অপরাজিত ছিলেন ৪৮ রানে। এদিন ঈশ্বরণ ২৯১ বলে ২০০ রানের লম্বা ইনিংস খেলেন। তাঁর ইনিংসে সাজানো ছিল ২৩ টি বাউন্ডারি। অভিমন্যু ডাবল করার সঙ্গে সঙ্গেই বাংলা ইনিংসের সমাপ্তি ঘোষণা করে দেয়।
একদিন ইডেনেই শুরু হয়েছিল মনোজ তিওয়ারির ক্রিকেট কেরিয়ার। দীর্ঘ দুদশক পেরিয়ে ক্রিকেটের নন্দনকাননেই শেষবার ব্যাট হাতে এদিন নামলেন মনোজ। তাঁর জন্য মঞ্চ তৈরি ছিল। ব্যাট করতে নামার সময়ে তাঁকে গার্ড অফ অনার দেয় বাংলা দল। বিহারের ক্রিকেটাররাও মনোজকে গার্ড অফ অনার দেন। প্রতিপক্ষ শিবির থেকেও মনোজের জন্য চুঁইয়ে পড়ল আবেগের ফল্গুধারা। শেষ ম্যাচে মনোজ করলেন ৩০রান। আউট হয়ে ফিরে যাওয়ার সময়েও আবেগের ছবি। তিনি যখন মাঠ ছাড়ছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা নিজে এগিয়ে এসে মনোজকে প্যাভিলিয়নে নিয়ে যান। প্রথম দিনের শেষে অপরাজিত ছিলেন অভিমন্যু ঈশ্বরণ এবং অনুষ্টুপ। এদিন অনুষ্টুপ ব্যক্তিগত ৩৯ রানে ফিরে যান। একদিক থেকে উইকেট পড়লেও অভিমন্যু ঈশ্বরণ একাই বাংলার ইনিংসকে টেনে নিয়ে গেলেন। অভিষেক পোড়েল ও শাহবাজ আহমেদ তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত করেন। অভিষেক পোড়েল ৫৬ রানে রান আউট হয়ে যান। শাহবাজ অপরাজিত থেকে যান ২৯ রানে। দ্বিতীয় দিনের শেষে বিহারের রান এক উইকেটে ৩২। বঙ্গ ব্রিগেডের জয় কেবল সময়ের অপেক্ষা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.