সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) ক্যাচ ফেলেছিলেন তিনি আর ওয়াসিম আক্রম আতঙ্কিত হয়ে বলেছিলেন, ”তুই কার ক্যাচ ছেড়েছিস জানিস?”
২০০৩ বিশ্বকাপের সেই ম্যাচে জীবন ফিরে পেয়ে শচীন একাই হারিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে। সেদিন যিনি ক্যাচ ফেলেছিলেন, তিনি আবদুল রজ্জাক (Abdul Razzaq)।
উল্লেখ্য, ওয়ানডেতে পাকিস্তানের বিরুদ্ধে ২৫২৬ রান করেন শচীন। খেলেন ৬১টি ম্যাচ। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে ৩১টি ওয়ানডে থেকে ১০৭১ রান করেন বীরু। রজ্জাক নিজের খেলোয়াড়জীবনে ফিরে গিয়ে বলছেন, ”মাঝের ওভারে যুবরাজ সিং খেলতে আসত। তেণ্ডুলকর, শেহওয়াগ, যুবরাজ বড় নাম ছিল। ওদেরকে আউট করলে আমরা বলাবলি করতাম, আজ আমরা বড় উইকেট নিয়েছি। এই প্লেয়ারদের বিরুদ্ধে পাকিস্তান অন্য ধরনের প্ল্যান করত। আমাদের ব্যাটসম্যানরাও জাহির, হরভজন এবং ইরফান পাঠানের বিরুদ্ধে পরিকল্পনা করে খেলতে নামতো।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.