Advertisement
Advertisement

Breaking News

AB de Villiers Suryakumar Yadav

বিশ্বকাপের দলে সূর্য, স্বস্তিতে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা

ওয়ানডে ক্রিকেটে এখনও ছাপ ফেলতে পারেননি সূর্য।

AB De Villiers says Suryakumar Yadav can do well in ODIs । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 8, 2023 5:59 pm
  • Updated:September 8, 2023 7:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে টি-টোয়েন্টি ক্রিকেট যেভাবে খেলতেন তিনি, ভারতের সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এখন অনেকটা সেভাবেই খেলেন। অনেকেই বলে থাকেন, উইকেটের পিছনেও যে মিড অন-মিড অফ থাকে, সেটা দেখিয়ে দিয়েছে সূর্য। তাঁর খেলায় মজেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)।

বিশ্বকাপের ১৫ জনের দলে ডাক পেয়েছেন স্কাই। আর সেই খবরে স্বস্তি পেয়েছেন প্রাক্তন প্রোটিয়া তারকা। ডিভিলিয়ার্স বলছেন, বিশ্বকাপ স্কোয়াডে স্কাই ডাক পাওয়ায় আমি স্বস্তি পেয়েছি। তোমরা সবাই জান, আমি য়ূর্যকুমার যাদবের বিরাট ফ্যান। আমি ঠিক যেভাবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতাম, সূর্যও অনেকটা সেরকমই খেলে থাকে।”

Advertisement

[আরও পড়ুন: রোহিত-বাবরদের ডুয়েল জমিয়ে দেওয়ার জন্য বদলে গেল নিয়ম! কিন্তু কীভাবে?]

ওয়ানডে-তে এখনও সেভাবে ছাপ ফেলতে পারেননি সূর্যকুমার যাদব।তবে ৫০ ওভারের ক্রিকেটে যে তিনি ভাল করবেন, সেই সম্পর্কে আশাবাদী এবি ডি ভিলিয়ার্স। ২৬টি ওয়ানডে-তে সূর্যকুমার যাদব ৫১১ রান করেছেন। সূর্য বলছেন, ”ওয়ানডে ক্রিকেটে এখনও ভাল কিছু করে উঠতে পারেনি সূর্য। তবে ভাল কিছু করার ক্ষমতা রয়েছে ওর। আমি আশাবাদী বিশ্বকাপে সুযোগ পাবে সূর্য।”

সূর্যের ব্যাটের দিকে তাকিয়ে গোটা দেশ। টি-টোয়েন্টির পাশাপাশি তিনি যে ওয়ানডে ফরম্যাটেও ভাল খেলতে পারেন, বিশ্বকাপের মঞ্চে সেটাই প্রমাণ করতে হবে সূর্যকে।

[আরও পড়ুন: বিশ্বকাপের পরেই অস্ত্রোপচার! ভারতের বিরুদ্ধে অনিশ্চিত বেন স্টোকস! চাপে ইংল্যান্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement