Advertisement
Advertisement
ঋষভ পন্থ

পন্থকে ফর্মে ফেরাতে বিশেষজ্ঞ উইকেটকিপিং কোচ নিয়োগের পথে বিসিসিআই!

পন্থকে নিয়ে হাল ছাড়তে নারাজ নির্বাচকরা।

A specialist will be employed to help Pant improve his wicket-keeping
Published by: Subhajit Mandal
  • Posted:December 24, 2019 8:54 pm
  • Updated:December 24, 2019 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে ধারাবাহিকতা নেই। উইকেটের পিছনে লাগাতার ব্যর্থ। তবু, পন্থকেই ভবিষ্যতের উইকেটরক্ষক ধরে এগোচ্ছে বিসিসিআই। নির্বাচকদের বিশ্বাস, পন্থের মধ্যে বিশ্বমানের ক্রিকেটার হওয়ার সবরকম রসদ আছে। তাই, তাঁকে ফর্মে ফেরাতে এবং তাঁর উইকেটকিপিংয়ের উন্নতি করতে, এবার বিশেষজ্ঞ উইকেটকিপিং কোচ নিয়োগ করতে পারে বিসিসিআই।


সম্প্রতি ঋষভ পন্থের (Rishabh Pant) ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। দীর্ঘদিন ধরে ব্যাট হাতে রান পাচ্ছিলেন না ঋষভ। ওয়েস্ট ইন্ডিজ সফরে সেই সমস্যা খানিকটা কেটেছে। অন্তত গোটা দু’য়েক ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি। ম্যাচ শেষ করার প্রবণতা এখনও দেখাতে না পারলেও, তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে কারও মনে কোনও প্রশ্ন নেই। নির্বাচকরাও নিশ্চিত আজ নয় কাল, পন্থ ব্যাট হাতে দেশকে ম্যাচ জেতানো শিখে যাবেন। মুশকিল হল তাঁর উইকেটকিপিং। উইকেটের পিছনে এখনও জঘন্য খেলছেন পন্থ। আগের ম্যাচেও একটি নিশ্চিত ক্যাচ ফেলে দিয়েছেন তিনি। স্ট্যাম্পিংয়েও ধোনির ধারেকাছে নেই।

Advertisement

[আরও পড়ুন: বর্ষশেষে ধোনিকে অনন্য সম্মান ক্রিকেট অস্ট্রেলিয়ার, দশকের সেরা টেস্ট নেতা কোহলি]

উইকেটরক্ষকের একটি বড় গুণ হওয়া উচিত তাঁর জাজমেন্ট। কোন বলটিতে আবেদন করতে এলবিডাব্লুউ পাওয়া যাবে, বা কোন বলটি ব্যাটের কানায় লেগে তাঁর হাতে এসেছে, এটা সহজেই বুঝতে পারা যে কোনও ভাল উইকেটরক্ষকের প্রাথমিক গুণ। এই বিভাগটিতে পন্থ একেবারেই কাঁচা। তাঁর জাজমেন্ট মেনে ডিআরএস নিয়ে একাধিকবার ভুগতে হয়েছে ভারতকে।

Rohit-Pant

[আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে রোহিত-শামি, চোট সারিয়ে দলে ফিরলেন এই দুই তারকা]


তাই এসব সমস্যার সমাধান করতে ঋষভের জন্য জাতীয় দলে একটি উইকেটকিপিং বিশেষজ্ঞ নিয়োগ করতে পারে বিসিসিআই। শ্রীলঙ্কার বিরুদ্ধে দল নির্বাচনের দিনই তেমন ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ (MSK Prasad)। তাঁর বক্তব্য ছিল, পন্থের উইকেট রক্ষণের উন্নতি করতেই হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ উইকেট কিপিং কোচ নিয়োগ করতে হবে। নির্বাচক প্রধানের সেই ইঙ্গিত মেনেই এগোতে পারে বিসিসিআই (BCCI)। তবে, কবে বা কীভাবে কোচ নিয়োগ হবে তা জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement